প্রশ্ন
আসসালামুয়ালাইকুম। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি হযরত আমাকে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। কিছুদিন ধরে জনতে পারলাম জামাই বউ ডাকলে এবং জবাব দিলে বিয়ে হয়।
আমি একজন ছেলের সাথে রিলেশন করেছিলাম। আমরা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড আমাদের বন্ধুদের সামনে অনেক সময় নিজেদেরকে এমনি জামাই বউ বলে ডাক দিতাম। সে যখন বউ বলে ডাকত আমি অনেক সময় কি, হুমম বা হ্যা এইরকম অনেক কিছু বলে জবাব দিতাম যা সকলেই শুনেছিল এবং আমাদের বন্ধুরাও এগুলো শুনে মজা করত আমাদেরকে নিয়ে। আমরা এইরকম ডাকতাম এবং জবাব দিতাম আর নিজেদের জামাই বউ এর মতো ভাবতাম ঠিকই কিন্তু এতে বিয়ে করছি বা বিয়ে হচ্ছে তেমন কিছু ভাবিনি। ডাক শুনে খুশি হয়ে আমি তো তার বউই এসব মনে মনে ভেবে জবাব দিলেও এই জবাবের মধ্যে দিয়ে বিয়ে করে ফেলেছি তা কখনোই ভাবি নাই। আমাদের চিন্তা ভাবনা ছিলো একদিন তো আমরা পরিবারকে জানিয়ে বা একা যেভাবেই বিয়ে করি করবোই তো আমরা তো বিয়ে করতে চাই ই সেটা ভবিষ্যতের দিকে চিন্তা ছিল। জামাই বউ ডাকার মাধ্যমে বা জবাব দেওয়ার মাধ্যমে বিয়ে করতেছি সেটা কখনোই ভাবিনি। এতে যে বিয়ে হয়ে যায় সেটা ও জীবনে কখনো জানতামনা। এখানে কি কোনো বিয়ে হয়েছিল। জানাবেন হুজুর।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উপরোক্ত বিবরণ অনুপাতে আপনাদের মাঝে কোন বিয়ে সম্পন্ন হয়নি। তাই পেরেশান হবার কিছু নেই।
فى الدر المختار: وَلَوْ قَالَ لَهَا يَا عَرُوسِي فَقَالَتْ لَبَّيْكَ انْعَقَدَ عَلَى الْمَذْهَبِ
وفى رد المحتار: قَوْلُهُ: انْعَقَدَ عَلَى الْمَذْهَبِ) صَوَابُهُ لَمْ يَنْعَقِدْ، فَقَدْ صَرَّحَ فِي الْبَحْرِ عَنْ الصَّيْرَفِيَّةِ بِأَنَّ الِانْعِقَادَ خِلَافُ ظَاهِرِ الرِّوَايَةِ، وَمِثْلُهُ فِي النَّهْرِ، وَكَذَا فِي شَرْحِ الْمَقْدِسِيَّ عَنْ فَوَائِدِ تَاجِ الشَّرِيعَةِ وَفِي التَّتَارْخَانِيَّة قَالَ لِامْرَأَةٍ بِمَحْضَرٍ مِنْ الرِّجَالِ يَا عَرُوسِي قَالَتْ لَبَّيْكَ فَنِكَاحٌ قَالَ الْقَاضِي بَدِيعُ الدِّينِ إنَّهُ خِلَافُ ظَاهِرِ الرِّوَايَةِ (رد المحتار، كتاب النكاح، زكريا-4/73، كرتاشى-3/12)
لَوْ قَالَ: لَهَا يَا عَرُوسِي فَقَالَتْ: لَبَّيْكَ انْعَقَدَ لَكِنْ فِي الصَّيْرَفِيَّةِ أَنَّهُ خِلَافُ ظَاهِرِ الرِّوَايَةِ (البحر الرائق، كتاب النكاح، دار الكتب الاسلامى-3/94، زكريا-3/155)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com