প্রশ্ন
আসসালামু আলাইকুম। আমার স্ত্রী গত মাসের ১৯ তারিখ ঝগড়া করে আমার অনুমতি ছাড়া তার বাবার বাড়িতে চলে যায়। সে যাওয়ার পর তাকে ফিরিয়ে আনার জন্য অনেক বার চেষ্টা করেছি। সে কিছুটা বুঝতে পারলেও সে ছোট খাটো বিষয় নিয়েই আমার সাথে ঝগড়া করতো।সব শেষ সে আমার চরিত্র নিয়ে এমন এক অভিযোগ করে বসে যা কোন মতেই মেনে নেয়ার মত ছিলো না। তখন তাকে আইনি সতর্ক করার জন্য পরিচিত এক উকিল কে ফোন দেই এবং তাকে ডিবোর্স এর নিয়ম সম্পর্কে জিজ্ঞেস করি।
সে আমাকে জানায় যে ডিবোর্স পেপার রেডি করলে আমাকে গিয়ে সাইন করে দিয়ে আসতে হবে আর ৩ মাসে ৩ টা নোটিশ পাঠাতে হবে। আমি চাইলে ৩ মাসের মধ্যেই সেটা আবার প্রত্যাহার করতে পারবো।
আমি তখন উকিল কে বললাম আমি আমি আমার স্ত্রী কে ছাড়তে চাই না।
কিন্তু এভাবে চলতেও পারছি না। আপনি আমাকে একটা পেপার রেডি করেন যেন সে ভয় পেয়ে আমার কাছে চলে আসে। যদি সে আমার কথা না শুনে পরে আমি আমার সিদ্ধান্ত নিবো।
আমি ডিবোর্স এর সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে একটা সুজগ দিতে চাই। কারন কেননা আমার একটা সন্তান আছে। তখন উকিল আমার কাছে আমাদের নাম ঠিকানা জানতে চাইলো। আমি দিলাম। সে রাতে আমার ফোনে ৩ পেজের একটা খসড়া কাগজ লিখে পাঠায়। যেটা ছিলো নোটারী পাবলিক স্মামী কতৃক স্ত্রী কে তালাকের নোটিশ।
নোটিশটি উকিল তার মত করে লিখেছে। আমি তাকে কিছুই বলি নাই। সেখানে বিবরণ লেখা ছিলো আমার স্ত্রী পরকিয়া করে। এই কারনে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করছি। এবং সেখানে ডিবোর্স এর কথা টা ৩ বার উল্লেখ ছিলো এবং তাতে বায়েন শব্দ লেখা ছিলো। নিচে লেখা ছিলো উপরক্ত সব কথা সত্য এবং আমি জেনে বুজে অন্যের বিনাপ্ররচনার সজ্ঞানে সাক্ষ্যর করিলাম।
কিন্তু আমি সেখানে সাক্ষ্যর দেই নাই বা মুখেও কোনো ডিবোর্স এর কথা উচ্চারণ করি নাই।
আমি উকিল কে প্রশ্ন করছিলাম এগুলো কেন লিখলেন সে তো এসব করে না। তখন সে বল্লো এগুলা নাকি লেখার নিয়ম এভাবেই লিখতে হয়। তখন সেই কাগজের ছবি টা আমার স্ত্রী কে দেখানোর উদ্দেশ্য আমি তার ফোনে দেই।
কিন্তু আমার স্ত্রী কে আমি ডিবোর্স দিতে চাইও নাই বা তাকে মুখেও বলি নাই কাগজেও সই করি নাই উকিল কে এভাবে লিখতেও বলি নাই। আমি তাকে এটা দেখানোর উদ্দেশ্য হলো একটাই আমি যদি হুট করে তাকে না জানিয়ে কিছু করে ফেলি তাহলে তো সে তার মতামত প্রকাশ করার সুজগ টা পাবে না। এই চিন্তা করে এবং ভয় প্রদর্শন এর জন্য তাকে কাগজ টা দেখিয়েছি।
এখন আমার প্রশ্ন হলো এতে কি আমাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে?
আশা করি উত্তর টা জানাবেন। আমি খুব টেনশনে আছি।আল্লাহর কাছে ক্ষমা চাইছি তাওবা করছি।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উপরোক্ত বিবরণ অনুপাতে আপনার স্ত্রীর উপর কোন তালাক পতিত হয়নি। আপনারা স্বামী স্ত্রী হিসেবে এখনো বাকি আছেন।
وكذا كل كتاب لم يكتبه بخطه ولم يمله بنفسه لا يقع الطلاق مالم يقر أنه كتابه (رد المحتار-4/456، تاتارخانية-4/531، رقم-6843، هندية، قديم-1/379، جديد-1/446)
إذا كتب الطلاق واستثنى باللسان، أو عكس لا يقع الطلاق الخ (الفتاوى الهندية، كتاب الطلاق، الفصل السادس فى الطلاق بالكتابة، قديم-1/378، جديد-1/446)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com