প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / নাবালেগ অবস্থায় বলা মুআল্লাক তালাক কি ধর্তব্য হবে?

নাবালেগ অবস্থায় বলা মুআল্লাক তালাক কি ধর্তব্য হবে?

প্রশ্ন

প্রশ্নঃ- আসসালামু আলাইকুম,

হযরত আমার জানার বিষয় হল, আমি যখন বালেগ হওয়ার নিকটবর্তী ছিলাম তখন আমি আমার বন্ধু সহ একদিন বলাবলি করলাম যে আমি যাকে বিয়ে করব সে ত্বালাক (সংখ্যা উল্লেখ সম্পর্কে সন্দেহ), তবে যখন আমি একথা বলি তখন আমার মনে (প্রবল ধারনা,৮০ পার্সেন্ট গালেব, কখনো কখনো ১০০% একিন বলে মনে হয়)নির্দিষ্ট কোন এক মেয়েকে উদ্দেশ্য করে বলেছি, কারন আমি তার নাম মুখে আনিনি আমার বন্ধু যেন ঐমেয়ে সম্পর্কে না জানে।

আবার ২০ পার্সেন্ট মনে হয় তার কথা মনে মনে ছিল না।

আর এই সম্পর্কে আমি ভূলেই যাই,তারপর যখন ত্বালাক সম্পর্কে পড়ি তখন আমার মনে পড়ে আর ততক্ষণে অনেক সন্দেহ হয়। যে বিষয়টি আসলে কিভাবে ছিলো?

এখন আমার মুহতারামের কাছে জানার বিষয় হল এতে করে কি কোন ত্বালাক হবে কিনা? হলে এর থেকে বাচার উপায় কি, আর আমি পূর্ণ ত্বালাকের মালিক হতে চাই।

তার জন্য কি করতে হবে বিস্তারিত জানালে উপোকৃত হবো।

আর আমার ঐ বন্ধুর কি হুকুম হবে সে এখনও জানেনা অর্থাৎ সেও ভুলে গেছে।

বিঃদ্রঃ আমি যখনই এই বিষয় সম্পর্কে লিখতে বা চিন্তা করতে চেষ্টা করি তখন নতুন সন্দেহ সৃষ্টি হয়।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি আপনি সে সময় বালেগ না হয়ে থাকেন। তাহলে আপনার সেই সময়ের কথা শরীয়তে ধর্তব্যতা নেই। তাই উক্ত কথার দ্বারা বিয়ে করার দ্বারা স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে না।

ففى الحالف أن يكون عاقلا بالغا فلا يصح يمين الجنون والصبى وإن كان عاقلا (الفتاوى الهنديتة-2/51، جديد-2/56، البحر الرائق، كويته-4/277)

التكليف بالإسلام والعقل والبلوغ (رد المحتار، زكريا-5/472، كرتاشى-3/704)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

 

আরও জানুন

ঘুম থেকে উঠে কাপড়ে মজি দেখলে হুকুম কী?

প্রশ্ন আমি অনেক সময় ফজরে ঘুম থেকে উঠে দেখি হালকা তরল পদার্থ ( রঙ পানির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস