প্রচ্ছদ / প্রশ্নোত্তর / মায়ের ডাকে নামায ছেড়ে দেয়া সংক্রান্ত হাদীস কি বিশুদ্ধ?

মায়ের ডাকে নামায ছেড়ে দেয়া সংক্রান্ত হাদীস কি বিশুদ্ধ?

প্রশ্ন

বক্তাদের মুখে মায়ের খিদমাতের ফযীলত বর্ণনাকালে একটি হাদীস প্রায়ই বলতে শোনা যায়। সেটি হলো: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, যদি আমার পিতা মাতা কিংবা দুইজনের একজনকে এমতাবস্থায় পেতাম যে, আমি ইশার নামাযে মগ্ন। সূরায়ে ফাতিহা পড়ে ফেলেছি। এমনি অবস্থায় আমার মা আমাকে ডাকে: হে মুহাম্মদ! তাহলে আমি নামায ছেড়ে দিয়ে তার জবাবে বলবো যে, আমি হাজির।

উপরোক্ত হাদীস কতটুকু বিশুদ্ধ? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

মা ও বাবার খিদমাত ও তাদের কথার আনুগত্য সম্পর্কিত কুরআনের একাধিক আয়াত ও বিশুদ্ধ সনদে অনেক হাদীস বর্ণিত আছে।

কিন্তু উপরোক্ত হাদীসটি সনদের বিচারে বিশুদ্ধ নয়। তাই এটিকে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে বলা জায়েজ নয়।

যদিও বর্ণনাটি শুয়াবুল ঈমান লিলবায়হাকীতে নিম্নোক্ত শব্দে এসেছে:

أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بِشْرَانَ، أنا أَبُو جَعْفَرٍ الرَّزَّازُ، نا يَحْيَى بْنُ جَعْفَرٍ، أنا زَيْدُ بْنُ الْحُبَابِ، نا يَاسِينُ بْنُ مُعَاذٍ، نا عَبْدُ اللهِ بْنُ مَرْثَدٍ، عَنْ طَلْقِ بْنِ عَلِيٍّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” لَوْ أَدْرَكْتُ وَالِدَيَّ أَوْ أَحَدَهُمَا وَأَنَا فِي صَلَاةِ الْعِشَاءِ، وَقَدْ قَرَأْتُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ تُنَادِي: يَا مُحَمَّدُ، لَأَجَبْتُهَا: لَبَّيْكِ ” يَاسِينُ بْنُ مُعَاذٍ ضَعِيفٌ

মুহাদ্দিসগণের মন্তব্য:

১ ইবনুল জাওযী রহঃ (মৃত্যু ৫৯৭ হিজরী) এটিকে মওযূ বলেছেন: [আলমওযূআত-৩/৮৫]

২ ইমাম যাহাবী রহঃ (মৃত্যু ৭৪৮ হিজরী) বলেন, এ হাদীসের সনদে ইয়াসিন বিন মুয়াজ নামে একজন রাবী আছেন। যিনি ‘মাতরূক’। তাছাড়া হান্নাদ নাসাফী নামে আরেকজন রাবী আছেন। যিনি ‘হালেক’ [কঠিন জরাহের শব্দ] রাবী। [তালখীসুল মওযূআত-২৭৯, নং-৭৫২]

৩ আল্লামা শাওকানী (মৃত্যু ১২৫০ হিজরী) বলেন, বর্ণনাটি জাল। [আলফাওয়ায়েদুল মাজমূআহ-১/২৩০, নং-৩৫]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

আলেমদের তাবলীগে সালে সময় দেয়ার প্রমাণ সাহাবা রাঃ থেকে প্রমাণিত?

প্রশ্ন কাকরাইল এর একজন তাবলিগী মুরব্বি তিনি তার বয়ানে একটি দলিল দিয়েছিলেন যে আলেমরা কেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস