প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / মাসবূক ব্যক্তি ইমামের সাথে সাহু সেজদা দেবার পর স্বীয় নামায আদায়কালে আবার ভুল করলে কি সাহু সেজদা দিতে হবে?

মাসবূক ব্যক্তি ইমামের সাথে সাহু সেজদা দেবার পর স্বীয় নামায আদায়কালে আবার ভুল করলে কি সাহু সেজদা দিতে হবে?

প্রশ্ন

প্রশ্নকারীর নাম: মো: সাদিক হোসেন

ঠিকানা: Barlekha,Moulvibazar

জেলা/শহর: Moulvibazar

দেশ: Bangladesg

প্রশ্নের বিষয়: মাসবূকের সহো সিজদা

বিস্তারিত:
—————-
মাসবূক ইমামের সাথে একবার সহো সিজদা করেছে।অত:পর মাসবূকের একাকি আদায়কৃত সলাতে ভুল হলে পুনরায় সহো সিজদা দিতে হবে কিনা নাকি ইমামের সাথে আদায়কৃত সহো সিজদা তার জন্য যথেষ্ট হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

পুনরায় সাহু সেজদা দিতে হবে। ইমামের সাথে দেয়া সাহু সেজদা যথেষ্ঠ হবে না। কারণ, মাসবূক তার স্বীয় নামায আদায়কালে মুনফারিদের হুকুমে। আর মুনফারিদ ব্যক্তি নামাযে ভুল করলে সাহু সেজদা দিতে হয়।

(قَوْلُهُ وَلَوْ سَهَا فِيهِ) أَيْ فِيمَا يَقْضِيهِ بَعْدَ فَرَاغِ الْإِمَامِ يَسْجُدُ ثَانِيًا لِأَنَّهُ مُنْفَرِدٌ فِيهِ وَالْمُنْفَرِدُ يَسْجُدُ لِسَهْوِهِ رد المحتار، زكريا-2/546، كرتاشى-2/83، مجمع الأنهر، كتاب الصلاة، باب سجود السهو، دار الكتب العلمية بيروت-1/222)

(وَلَوْ سَهَا فِيهِ) أَيْ فِيمَا يُقْضَى (سَجَدَ ثَانِيًا) لِهَذَا السَّهْوِ (درر الحكام شرح غرر الأحكام، كتاب الصلاة، باب سجود السهو والشك، حكم سجود السهو، دار إحياء الكتب العربية-1/151)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

অযুতে কনুই ধৌত না করে নামায পড়লে নামায আদায় হবে কি?

প্রশ্ন আসলে আমি অযু করে নেওয়ার সময় আমার হাতের কনুইয়ের উপর ও উপরিভাগে পানি লাগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *