প্রশ্ন
হযরত আমার একটা মাসআলা জানার ছিল। দয়া করে জানালে উপকৃত হবো।
কিছু দিন আগে আমার এক বন্ধু গাড়ি দিয়ে কোন এক জায়গায় যাওয়ার সময় যখনি সে গাড়ি থেকে নামতে যাবে, ঠিক তখনি দেখতে পায় একটা মোবাইল পড়ে আছে। গাড়ি থেকে নামার পর সে যেই ব্যক্তির মোবাইল তাকে খুজে পায় না। তখন সে মোবাইলটা নিয়ে আসে। এসে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেও কিছু করতে পারে নি। মোবাইলটা হচ্ছে নরমাল নোকিয়া মোবাইল। একটা সমস্যা তখন দেখা দেয়, সেই ফোনটাকে কোন চার্জার দিয়েই চার্জ করা যাচ্ছে না। কয়েকদিন পর অনেক চেষ্টা করে ওপেন করে দেখা যায় ওনার মোবাইল এর সিম রেজিস্ট্রেশন ফেইলড দেখাচ্ছে। পরে ওনার ফোনের দুইটা সিমই অন্য মোবাইলে লাগিয়ে দেখা যায় যে, দুইটা সিমই অকেজো। যার মোবাইল ছিল তিনি সিমগুলো তুলে ফেলেছেন। এখন যতোদূর মনে পড়ে ওনার মোবাইল এ এমন কোন নাম্বারই ছিল না যাতে ওনার সাথে সরাসরি যোগাযোগ করা যায়।
এখন ফোনটা বন্ধ অবস্থায় অনেক দিন পড়ে আছে। এখন মোবাইলটার ব্যাপারে কি করা যায়? যেহেতু মোবাইলটার মালিক কে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর চার্জ এর ব্যবস্থাও করা যাচ্ছে না।
প্রশ্নকর্তা: ahasan sharif
উত্তর
بسم الله الرحمن الرحيم
যেহেতু আপনার সাধ্যানুপাতে চেষ্টা করেছেন মূল মালিককে ফেরত পাঠানোর। কিন্তু সম্ভব হয়নি। তাই যদি আপনি গরীব হয়ে থাকেন, তাহলে মোবাইলটি কোনভাবে ব্যবহার করা সম্ভব হলে ব্যবহার করতে পারবেন। অথবা বিক্রি করে টাকা নিজের জন্য খরচ করতে পারবেন।
আর যদি ধনী হয়ে থাকেন, তাহলে এটি কোন গরীব মানুষকে দান করে দিতে হবে। অথবা বিক্রি করে টাকা দান করে দিতে হবে।
আর যদি ব্যবহার করা সম্ভব না হয়, তাহলে তা আপনার যা ইচ্ছে করতে পারেন।
عن الحسن قال: إذا كان إليها محتاجا فليأكلها (المصنف لابن أبى شيبة-11/224، رقم-22070)
وإن كان الملتقط فقيرا فلا بأس بأن ينتفع بها (الهداية، اشرفىية-2/618، قدورى-148، الفتاوى الهندية-2/291، جديد-2/300)
وإن كان الملتقط غنيا لم يجز له أن ينتفع بها (هداية، اشرفىية-2/617، قدورى-148، الفتاوى الهندية-2/291، جديد-2/300)
فإن جاء صحابها وإلا تصدق بها (هداية، أشرفية-2/615)
فينتفع الرافع بها لو فقيرا وإلا تصدق بها على فقير (رد المحتار، زكريا-6/437-438، كرتاشى-4/279)
ثم بعد تعريف المدة المذكورة، الملتقط مخير بين أن يحفظها حسبة وبين أن يتصدق بها (الفتاوى الهندية-2/289، جديد-2/299، قدورى-147)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com