প্রশ্ন
কুরবানীর জন্য ক্রয় পশুতে যদি কুরবানীর আগে এমন দোষ দেখা দেয়, যার জন্য উক্ত পশু দিয়ে কুরবানী করা জায়েজ নয়। যেমন চোখ অন্ধ হয়ে গেছে। তাহলে উক্ত পশু দিয়ে কি কুরবানী দেয়া যাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
যার উপর কুরবানী ওয়াজিব এমন ব্যক্তির কুরবানী উক্ত পশু দিয়ে হবে না। বরং অন্য আরেকটি সুস্থ্য পশু ক্রয় করে কুরবানী করা আবশ্যক।
কিন্তু ব্যক্তি যদি এমন হয় যে, তার উপর কুরবানী করা ওয়াজিব ছিল না। তাহলে উক্ত ব্যক্তির জন্য ক্রয়ের পর দোষ প্রকাশিত হলেই উক্ত পশু দিয়ে কুরবানী করা জায়েজ আছে।
ولو اشترى اضحية وهى صحيحة العين، ثم اعورت عنده وهو مؤسر….. لا تجزي عنه، وعليه مكانها أخرى بخلاف الفقير وفى موضع: وفى حق المعسر تجوز على كل حال (الفتاوى الهندية-5/299، جديد-5/345، بدائع الصنائع، زكريا-4/216، كرتاشى-5/76)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com