প্রচ্ছদ / প্রশ্নোত্তর / স্বামী স্ত্রী হজ্জে যাবার পর মক্কায় স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় কী?

স্বামী স্ত্রী হজ্জে যাবার পর মক্কায় স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় কী?

প্রশ্ন

স্বামী ও স্ত্রী একসাথে হজ্জে গমণ করেছে। মক্কায় যাবার পর হঠাৎ করে স্বামী অসুস্থ্য হয়ে পড়ে। অবশেষে স্বামী মারা যায়। এমতাবস্থায় উক্ত স্ত্রীলোক কী করবে? ইদ্দত কিভাবে ও কোথায় আদায় করবে? তার কি হজ্জ করা উচিত হবে? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

উক্ত স্ত্রীলোক তার হজ্জ মুলতবী করবে না। বরং যথার্থভাবে হজ্জ আদায় করবে। তবে প্রয়োজনীয় কাজ ছাড়া নিজ হোটেল বা বাসস্থান থেকে বাহিরে যাবে না এবং ইদ্দতকালীন যেসব বিষয় মানা আবশ্যক সেদিকে খেয়াল রাখবে যেমন, গহনা, অলংকার ইত্যাদি পরিধান করবে না।

وإن كان بينها وبين منزلها مسيرة سفر فصاعدا، وبينها وبين مكة دون ذلك فعليها أن تمضى عليها (بدائع الصنائع، زكريا-2/301، الفتاوى التاتارخانية-3/474، رقم-4889، رد المحتار، زكريا-3/466، كرتاشى-2/465)

فإن كان إلى كل من بلدها ومكة أقل من مدة السفر تخيرت أو إلى أحدهما سفر دون الآخر تعين أن تصير إلى الآخر (فتح القدير، زكريا-2/426، اشرفية-2/426، كويته-2/330)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *