প্রচ্ছদ / প্রশ্নোত্তর / জীবদ্দশায় দুই মেয়েকে সম্পদ লিখে দেয়া কি জায়েজ?

জীবদ্দশায় দুই মেয়েকে সম্পদ লিখে দেয়া কি জায়েজ?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

জনাব, আমার আপন কোন মামা নেই। সেহেতু জানামতে আমার নানার সম্পদের ৩ ভাগের ২ ভাগ আমার মায়েরা পাবে এবং বাকী একভাগ তার ভাতিজারা পাবে। কিন্তু আমার নানা ভাতিজাদেরকে দিবে না হেতু সকল সম্পদ আমার মা-খালাদের নামে লিখে দিয়ে গেছে। এমতাবস্থায় আমার মা-খালাদের করণীয় কি? আবার তারা যদি এই সম্পত্তি ব্যবহার করে হজ্ব, ওমরা করে তাহলে তা শুদ্ধ হবে কি না? দয়া করে জানাবেন। জাযাকাল্লাহ

নাম প্রকাশেে অনিচ্ছুক।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি আপনার নানা জীবিত এবং সুস্থ্য অবস্থায় তার সম্পদ আপনার মা ও খালাকে লিখে দিয়ে থাকেন, তাহলে উক্ত সম্পদের মালিকানা আপনার মা ও খালার হয়ে গেছে।

সুতরাং উক্ত সম্পদ দিয়ে তারা হজ্জ ও উমরাসহ যে কোন কাজই করতে পারেন।

ولكل واحد منهم أن يتصرف فى حصته كيف ما شاء (شرح المجلة لرستم باز-1/643، رقم-1162)

المالك هو المتصرف فى الأعيان المملوكة كيف شاء (تفسير بيضاوى، كتب خانية رشيدية دهلى-1/7)

إن الملك ما من شانه أن يتصرف فيه بوصف الاختصاص (رد المحتار، زكريا-7/10، 235، كرتاشى-4/502، 5/50، الموسوعة الفقهية الكويتية-14/29)

المالك للشيء هو الذى يتصرف فيه باختياره ومشيئته (بدائع الصنائع، زكريا-2/638، كرتاشى-2/327)

يتصرف المالك فى ملكه كيف شاء (البناية، اشرفية ديوبند-8/219)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

অযুতে কনুই ধৌত না করে নামায পড়লে নামায আদায় হবে কি?

প্রশ্ন আসলে আমি অযু করে নেওয়ার সময় আমার হাতের কনুইয়ের উপর ও উপরিভাগে পানি লাগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *