প্রচ্ছদ / প্রশ্নোত্তর / হজ্জ করার জন্য জমানো টাকা ব্যাংকে রেখেই ব্যক্তি মারা গেলে উক্ত টাকা আত্মীয়রা কী করবে?

হজ্জ করার জন্য জমানো টাকা ব্যাংকে রেখেই ব্যক্তি মারা গেলে উক্ত টাকা আত্মীয়রা কী করবে?

প্রশ্ন

আমার আব্বা হজ্জ করার জন্য ব্যাংকে একটি হজ্জ ফান্ডে টাকা জমা করছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি হজ্জ করার আগেই ইন্তেকাল করেছেন।

মৃত্যুর আগে হজ্জ করার জন্য আমাদের কোন অসিয়তও করে যাননি। এমতাবস্থায় হজ্জে ফান্ডে জমা করা টাকা দিয়ে আমরা কী করবো? এটা দিয়ে বাবার পক্ষ থেকে হজ্জে বদল করানো আমাদের জন্য জরুরী? নাকি আত্মীয়দের মাঝে মিরাছ হিসেবে বন্টন করে দেয়া যাবে? দয়া করে দ্রুত জানালে উপকৃত হতাম।

উত্তর

بسم الله الرحمن الرحيم

অসিয়ত না করায় উক্ত টাকা ত্যাজ্য সম্পদ হিসেবে আত্মীয়দের মাঝে বন্টন করে দিতে হবে।

উক্ত টাকা দিয়ে হজ্জে বদল করানো জরুরী নয়।

لَوْ دَفَعَ إلَى رَجُلٍ مَالًا لِيَحُجَّ بِهِ عَنْهُ فَأَهَلَّ بِحَجَّةٍ ثُمَّ مَاتَ الْآمِرُ فَلِوَرَثَتِهِ أَنْ يَأْخُذُوا مَا بَقِيَ مِنْ الْمَالِ مَعَهُ وَيُضَمِّنُونَهُ مَا أَنْفَقَ بَعْدَ مَوْتِهِ لِأَنَّ نَفَقَةَ الْحَجِّ كَنَفَقَةِ ذَوِي الْأَرْحَامِ تَبْطُلُ بِالْمَوْتِ (رد المحتار، زكريا- 4/35، كرتاشى-2/613، المبسوط السرخسى،دار الكتب العلمية-4/147، البحر الرائق، زكريا-3/121، كويته-3/68)

من وجب عليه الحج، ولم يحج حتى مات،  فأوصى بأن يحج عنه، حج عنه من ثلث ماله، فإن لم يوص بذلك وتبرع عنه  ورثته وهو من أهل التبرع جاز (البحر العميق، الباب الثامن عشر فى الحج عن  الغير،  الفصل الثانى، المكتبة المكية-4/2351، المسلك فى المناسك، دار البشائر الإسلامية-2/888)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *