প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / কাউকে টাকা ব্যবসা করতে দিয়ে নির্দিষ্ট পরিমাণ লাভ গ্রহণের হুকুম কী?

কাউকে টাকা ব্যবসা করতে দিয়ে নির্দিষ্ট পরিমাণ লাভ গ্রহণের হুকুম কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।
সম্মানিত মুফতি সাহেব! আমার প্রশ্ন হল, আমি কিছু টাকা ব্যবসায় ইনভেস্ট করার জন্য স্থির করি। অনেক খোঁজাখুঁজির পর শ্রম দেওয়ার মত একজনকে পেয়ে যাই। উল্লেখ্য যে, শ্রমদাতা নিজেই প্রতি মাসে ১০০০/- প্রতি ৪৫/- হারে অর্থাৎ ১০০০০০/- প্রতি ৪৫০০/- হারে লভ্যাংশ প্রদান করার সক্ষমতা স্বীকার করে। এ ক্ষেত্রে আমার কী করনীয়, জানিয়ে বাধিত করবেন? জাযাকুমুল্লাহ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এভাবে টাকার বিনিময়ে নির্দিষ্ট হারে লাভ গ্রহণ সুদের অন্তর্ভূক্ত হবে।

তবে এর জায়েজ পদ্ধতি হলো মুদারাবা চুক্তি। এটা এভাবে করতে হবে যে, আপনি যাকে টাকা দিবেন, তার সাথে নির্দিষ্ট হারে লভ্যাংশ গ্রহণের চুক্তি করবেন।

যেমন লোকটি ব্যবসা করে যে লাভ করবে, তার পাঞ্চাশ পার্সেন্ট, বা ত্রিশ পার্সেন্ট আপনি নিবেন, আর বাকি বাকি লাভ ব্যবসাকারী নিবে।

এভাবে লাভের পার্সেন্টিচ নির্ধারণপূর্বক মুদারাবা চুক্তি টাকা প্রদান করে লভ্যাংশ গ্রহণ জায়েজ আছে।

সহজ কথায় পার্সেন্টিচ নির্দিষ্ট করে লাভ গ্রহণ জায়েজ, কিন্তু নির্দিষ্ট টাকা হারে লভ্যাংশ নেয়া সুদের অন্তর্ভূক্ত হবে।

وكون الربح بينهما شائعا فلو عين قدرا فسدت وكون نصيب كل منهما معلوما عند العقد (رد المحتار، زكريا-8/433، كرتاشى-5/648)

ومن شرطها أن يكون الربح بينهما مشاعا لا يستحق أحدهما منه دراهم مسماة (مختصر القدورى، كتاب المضاربة-188، هداية، اشرفى-3/258)

اذا شرطا الربح على قدر المالين متساويا، أو متفاضلا، فلا شك أنه يجوز ويكون الربح بينهما على الشرط (بدائع الصنائع، زكريا-5/83، كرتاشى-6/62، الفتاوى الهندية-2/320، جديد-2/326)

ويجوز مع ذلك أن يتساويا فى الربح، أو يختلفا فيوزع الربح بينهما حسب الشرط الذى اتفقا عليه (الفقه الإسلامى وأدلته-4/592، 606-610)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

একটু পরপর বায়ু বের হলে কিভাবে নামায আদায় করবে?

প্রশ্ন আসসালামুআআলাইকুম হুজুর খুব সমস্যায় আছি হুজর দয়া করে উত্তর দিবেন খুব সমস্যায় আছি হুজর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *