প্রশ্ন
হযরত আপনার নিকট আমি একটা মাসআলা জানতে চাচ্ছি তা হল,রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করলে রোজা নষ্ট হবে কি-না, যদি আপনি আমাকে এই মাসআলাটা হাদিস দিয়ে দলিল দেন তাহলে আমার জন্য ভালো হতো,কেননা একজন আমাকে এই মাসআলা জিজ্ঞেস করিছল আমি তাকে আল কাউসার থেকে মাসআলা দেখিয়ে দিয়েছি কিন্তু তার পরেও সে বলতে চাচ্ছে তার হাদিস লাগবে , সুতরাং হযরত আমাকে হাদিস দিয়ে দলিল দিয়ে আমাকে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
চোখে ওষুধ ব্যবহার করলে রোযা ভঙ্গ হয় না। চোখের ওষুধ ব্যবহার রোযা ভঙ্গের কোন কারণের মাঝে পড়ে না।
ঐ লোক যদি বলে যে, রোযা ভেঙ্গে যায়, তাহলে তাকে বলুন হাদীস দিয়ে দলীল পেশ করতে। যে হাদীসে বলা আছে যে, চোখে ওষুধ দিলে রোযা ভঙ্গ হয়ে যায়।
কোন কিছু অস্বিকার করতে দলীল দিতে হয় না। বরং দাবী করলে দলীল দিতে হয়।
কারণ, মাশহুর হাদীস আছে যে, البينة على المدعى তথা দলীল দেয়া দাবীকারীর যিম্মায়। [জামে তিরমিজী, হাদীস নং-১৩৪১]
সুতরাং যিনি দাবী করছেন যে, চোখে ওষুধ ব্যবহার করলে রোযা ভঙ্গ হয়, তার উচিত দলীল পেশ করা যে, কোন হাদীসের দলীলের ভিত্তিতে রোযা ভঙ্গ হয়? তা পেশ করা।
আশা করি বুঝতে পারছেন। আমরা ভঙ্গ হওয়ার কোন কারণ পাই না, বা ভঙ্গ হবার সম্পর্কিত কোন হাদীস নেই বলেইতো বলি যে, রোযা ভঙ্গ হয় না। সুতরাং আমাদের কাছে হাদীসের দলীল চাওয়াটা অনর্থক কাজ। বরং তার উচিত সহীহ হাদীসের দলীল পেশ করা।
طعم الكحل أوالدهن….لا يفطر الخ (الفتاوى الهندية-1/199)
وأما إذا اكتحل أو أقطر بشيئ من الدواء فى عينه لا يفسد الصوم عندنا، وإن وجد طعم ذلك فى حلقه (الفتاوى التاتارخانية-3/379، رقم-4630)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com