প্রচ্ছদ / প্রশ্নোত্তর / আজানের সময় খানা খেলে রোযা হবে?

আজানের সময় খানা খেলে রোযা হবে?

প্রশ্ন

প্রশ্নকারীর নাম: Zakaria Hossen

ঠিকানা: Chikashi, Dhunot

জেলা/শহর: Bogura

দেশ: Bangladesh

প্রশ্নের বিষয়: রোযার মাসআলা

বিস্তারিত:
—————-
৭ ই রমযান এর ঘটনা, সেহেরি খাওয়ার পূর্বে খাবারে বিড়াল মুখ দেয় । সেই কারণে নতুন করে আবার ভাত রান্না করতে হয়, এবং আযানের সময় থেকে খাওয়া শুরু করে আযান শেষ হওয়ার পরেও খাবার খেতে থাকে। এখন তার রোযা হবে কী? [ ইসলামি যেন্দেগির ক্যালেন্ডার অনুযায়ী সেহেরির শেষ সময় ছিলো ৪:৩৫ মি, আর মসজিদে আযান দিয়েছে ৪:৪২ মি]

এখন এখানে দুইজন আলেম বলেছেন যে ৪:৫৫ পর্যন্ত সেহেরি খাওয়া যাবে, এতো সময় কি সেহেরির সময় থাকে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

বগুড়া জেলার ধুনটে ১৪৪৪ হিজরীর গত সাতই রমজানে সাহরীর শেষ  সময় ছিল ৪: ৩৬ মিনিট।

সাধারণত তিন মিনিট সতর্কতা স্বরূপ রাখা হয়। সেই হিসেবে আপনার সর্বোচ্চ ৪:৩৯ পর্যন্ত খাওয়ার সুযোগ থাকে।

তারপর আজানের সময় ধরা হয় সতর্কতা স্বরূপ আরো তিন পর, সেই হিসেবে সেইদিন আজানের সময় ছিল ৪:৪২ মিনিট।

কোনভাবেই ৪:৫৫ মিনিট পর্যন্ত সাহরীর সময় থাকার সুযোগ নেই। সুতরাং যারা বলেছেন চারটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সাহরীর সময় ছিল, তাদের কথাটা সম্পূর্ণই অজ্ঞতাবশত।

তাই যদি চারটা উনচল্লিশের পরও খানা খাওয়া হয়ে থাকে, তাহলে তার রোযা হয়নি। উক্ত রোযাটি রমজান শেষে কাযা করে নিতে হবে।

আজান দেয়া বা না দেয়ার সাথে সাহরী খাওয়া ও না খাওয়ার কোন সম্পর্ক নেই। সাহরীর সম্পর্ক হলো, সুবহে সাদিক শুরু হওয়ার সাথে।


وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ ۚ [٢:١٨٧]

আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত। [সূরা বাকারা-১৮৭]

ولو ظهر أنه أكل والفجر طالع يجب عليه القضاء ولا كفارة (الفتاوى الهندية-1\194، جديد-1\256)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভাড়া বাসায় স্বামী মারা গেলে স্ত্রী কোথায় ইদ্দত পালন করবে?

প্রশ্ন এক ব্যক্তির দুই স্ত্রী। এক স্ত্রী তার গ্রামের বাড়ি থাকে, আরেক স্ত্রী ঢাকা ভাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *