প্রশ্ন
প্রশ্নকারীর নাম: মোঃ আজিমুদ্দিন
ঠিকানা: কালিহাতী
জেলা/শহর: টাঙ্গাইল
দেশ: বাংলাদেশ
প্রশ্নের বিষয়: সাহরী সময়
বিস্তারিত:
—————-
যখন মুয়াজ্জিন সাহেব মাইক দিয়া বলে সাহরীর সময় শেষ তখন যদি কেউ কোন কিছু আহার করে তাহকে কি তার রোজা হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
মুয়াজ্জিনের সাহরীর সময় শেষ বলা বা না বলা, কিংবা আজান দেয়া বা না দেয়ার সাথে সাহরী খাওয়ার কোন সম্পর্ক নেই।
সাহরীর খাওয়া সম্পর্কিত হলো সুবহে সাদিক শুরু হবার সাথে।
যদি সুবহে সাদিক শুরু হয়ে যায়, তাহলে মুয়াজ্জিন না বললেও, আজান না দিলেও খানা খেলে রোযা ভেঙ্গে যাবে।
আর সুবহে সাদিক শুরু না হলে, মুয়াজ্জিন ‘সাহরীর সময় শেষ’ বলা বা আজান দিলেও খানা খাওয়ার সুযোগ আছে।
আমাদের দেশে মুয়াজ্জিন সাহেব ‘সাহরীর সময় শেষ’ সাধারণত সাহরীর সময় শেষ তথা সুবহে সাদিক শুরু হলেই ঘোষণা দিয়ে থাকেন।
তাই মুয়াজ্জিনের ঘোষণার সময় যদি সুবহে সাদিক হয়ে থাকে, তথা সাহরীর সময় শেষ হয়ে থাকে, তাহলে খানা খেলে রোযা ভেঙ্গে যাবে। রমজান শেষ উক্ত রোযার কাযা আদায় করতে হবে।
وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ ۚ [٢:١٨٧]
আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত। [সূরা বাকারা-১৮৭]
ولو ظهر أنه أكل والفجر طالع يجب عليه القضاء ولا كفارة (الفتاوى الهندية-1\194، جديد-1\256)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]