প্রশ্ন
From: সারওয়ার
বিষয়ঃ অমুসলিম বা কাফের এর সাথে সম্পর্ক করা যাবে কি না??
প্রশ্নঃ
যদি কোন মুসলিম কোন গায়রে মুসলিম বা কাফের এর সাথে সম্পর্ক করে বা ছেলে মেয়ে কে বিয়ে দেয় বা বিয়ে করায় মুসলিম না বনিয়ে এই ব্যাপারে কোরআন বা হাদিস কি বলে হালাল না কি হারাম শরিয়াত কি বলে? তাদের বাচ্চাকাচ্চা হলে এই অবস্থায় কি হবে। দলিল সহ বিস্তারিত জানালে উপকৃত হব। জাযাকআল্লাহ।
উত্তর
بسم الله الرحمن الرحيم
কোন মুসলমানের বিবাহ কাফেরের সাথে বৈধ নয়। সুতরাং কোন কাফেরকে বিবাহ করা, বা কাফেরের কাছে মুসলিম সন্তানকে বিবাহ দেয়া শুদ্ধ নয়। যদি এমনটি করে থাকে, তাহলে তাদের যে সন্তান হবে, এসব জারজ সন্তান বলে বিবেচিত হবে।
وَلَا تَنكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّىٰ يُؤْمِنَّ ۚ وَلَأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ ۗ وَلَا تُنكِحُوا الْمُشْرِكِينَ حَتَّىٰ يُؤْمِنُوا ۚ [٢:٢٢١]
আর তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করোনা, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরেক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা (নারীরা) কোন মুশরেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, যে পর্যন্ত সে ঈমান না আনে। [সূরা বাকারা-২২১]
ومنها إسلام الرجل إذا كانت المرأة مسلمة، فلا يجوز إنكاح المؤمنة للكافر، لقوله تعالى: ولا تنكحوا المشركين حتى يؤمنوا (بدائع الصنائع، كتاب النكاح، اسلام الرجل إذا كانت المرأة مسلمة، زكريا-2/554)
نكاح كافر مسلمة فولدت منه لا يثبت النسب منه ولا تجب العدة، لأنه نكاح باطل (رد المحتار، زكريا-5/252، كرتاشى-3/555)
ذهب جمهور الفقهاء إلى أنه لا يثبت النسب بالزنا مطلقا فلم يثبت رسول الله صلى الله عليه وسلم ولا أحد من أهل العلم بالزنا نسبا (الموسوعة الفقهية-4/238)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com