প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / নবীদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার নাকি দুই লক্ষ চব্বিশ হাজার?

নবীদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার নাকি দুই লক্ষ চব্বিশ হাজার?

প্রশ্ন

From: আনওয়ার হুসাইন।
বিষয়ঃ ঈমান

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম!
আমরা জানি আল্লাহ তায়ালা পৃথিবীতে যত নবী/ রাসুল পাঠিয়েছেন, সকল নবী / রাসুলের উপর ঈমান আনা আবশ্যক।
কিন্তু আমার প্রশ্ন হলো, নবী / রাসুলের সংখ্যা কত?
এ বিষয়ে কুরআন, হাদীসে সঠিক কোন সংখ্যা আছে কী।
অনেক সময় আমরা বলি, এক লক্ষ বা মতান্তরে দু লক্ষ নবী রাসুল আল্লাহ তায়ালা পাঠিয়েছেন।
এখন এই বর্ণনার কোন সঠিক প্রমাণ আছে কী?
দ্রুত উত্তর দিলে অনেক উপকৃত হবো।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

সংখ্যা নির্ণয় করা ছাড়াই আল্লাহর প্রেরিত সকল নবীগণের উপর ঈমান আনা আবশ্যক।

তবে এক লক্ষ চব্বিশ হাজার নবী এসেছেন মর্মে হাদীসে পাওয়া যায়। কিন্তু দুই লক্ষ চব্বিশ হাজারের কোন বর্ণনা পাওয়া যায় না।

মোল্লা আলী কারী রাহ.-এর ‘ইকদুল ফারাইদ ফী তাখরীজি আহাদীছি শরহিল আকাইদ’-গ্রন্থে (ক্রমিক নং ৩৭) এ উল্লেখ করেছেন যে, হাফেয জালালী রাহ. বলেছেন,  لم أقف عليه  অর্থাৎ এ কথা আমি কোনো রেওয়ায়েতে পাইনি।

তাই ‘দুই লক্ষ চব্বিশ হাজার নবী এসেছেন’ বলাটা ভুল।

এভাবে বলা নিরাপদ যে, এক লক্ষ চব্বিশ হাজার কম বা বেশি নবী এসেছেন।

عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: …….. قُلْتُ: يَا رَسُولَ اللهِ، كَمْ وَفَّى عِدَّةُ الْأَنْبِيَاءِ؟ قَالَ: ” مِائَةُ أَلْفٍ وَأَرْبَعَةٌ وَعِشْرُونَ أَلْفًا

হযরত আবূ উমামা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! নবীদের সংখ্যা কত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক লক্ষ চব্বিশ হাজার। [মুসনাদে আহমাদ, হাদীস নং-২২২৮৮,আলমু’জামুল কাবীর লিততাবারানী, হাদীস নং-৭৮৭১, মাযমাউজ যাওয়ায়েদ, হাদীস নং-৭২৫]

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، ……….قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، كَمِ النَّبِيُّونَ؟ قَالَ: مِائَةُ أَلْفٍ وَأَرْبَعَةٌ وَعِشْرُونَ أَلْفَ نَبِيٍّ

হযরত আবূ যর রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমি বললাম, হে আল্লাহর রাসূল! নবী কতজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লক্ষ চব্বিশ হাজার। [মুস্তাদরাক আলাস সহীহাইন, হাদীস নং-৪১৬৬]

হাদীসগুলো জঈফ। তাই এভাবে বলাটাই নিরপাদ যে, এক লক্ষ চব্বিশ হাজার কম বা বেশি নবীগণ এসেছেন। বাকি দুই লক্ষ চব্বিশ হাজার নবী আসা সংক্রান্ত কোন বর্ণনা নেই। তাই এটা বলা থেকে বিরত থাকা জরুরী।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *