প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / একাকী নামায আদায়কারীর পিছনে কেউ এক্তেদা করলে তার নামায শুদ্ধ হবে কি?

একাকী নামায আদায়কারীর পিছনে কেউ এক্তেদা করলে তার নামায শুদ্ধ হবে কি?

প্রশ্ন

নাম: আমান উল্লাহ

বিষয়: নামায

প্রশ্ন

আমার প্রশ্ন হলো:
যদি কোন বেক্তি একাকি নামাজের নিয়ত করে নামাজ শুরু করে এবং তার সাথে যদি অন্য কোন ব্যক্তি নামাজে শরিক হয় তা হলে সেই নিয়তে কি নামাজ হবে? তাহলে ইমামের কি নিয়ত হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ,শরীক হওয়া ব্যক্তির ইক্তিদা ও নামায শুদ্ধ হবে। ইমাম সাহেবের জন্য নতুন করে কোন নিয়ত করতে হবে না। তার নিজের নামাযের নিয়তই যথেষ্ট হবে।

ولا يحتاج الإمام فى صحة الاقتداء به إلى نية الإقامة حتى لو شرع على نية الانفراد فاقتدى به يجوز (حلبى كبير-251)

وتصح الإمامة بدون نيتها (الأشباه والنظائر-72، غمز عيون البصائر-1/34)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

অবাঞ্ছিত লোম ও কর্তিত নখ কি পুঁতে রাখা জরুরী?

প্রশ্ন From: Nusrat বিষয়ঃ Disposing Hair and Nails প্রশ্নঃ Assalamu Alaikum. I heard that it …

Leave a Reply

Your email address will not be published.

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস