প্রশ্ন
Maua Abul Hasan
মহিলারা নামাজে বুকে হাত বাঁধার দলিল জানতে চেয়েছিলাম।
উত্তর
بسم الله الرحمن الرحيم
প্রথমে একটি কথা ভাল করে বুঝে নিতে হবে, আমরা আহলে সুন্নত ওয়াল জামাআত হানাফী। আমাদের কাছে দলীল হল চারটি। আর দ্বীন পূর্ণতা লাভ করেছে চার দলীল দিয়ে। যথা-
১- কুরআন।
২- সুন্নাহ।
৩- ইজমা।
৪- কিয়াস।
প্রথমে আমরা মাসআলার দলীল কুরআন থেকে নেই।
কুরআনে না পেলে সুন্নাহ থেকে।
সুন্নাহে না পেলে ইজমায়ে উম্মাহ থেকে।
ইজমায়ে না পেলে কিয়াসে শরয়ী থেকে মাসআলার সমাধান করা হয়।
যেহেতু আমরা ইজমা ও কিয়াসকেও শরয়ী দলীল মানি। তাই আমরা অনেক মাসআলা যা কুরআন ও হাদীসে পরিস্কার বর্ণিত হয়নি তা ইজমা ও কিয়াসের মাধ্যমে গ্রহণ করে থাকি।
আলোচিত মাসআলাটির সমাধানও কুরআন ও হাদীসে পরিস্কার বর্ণিত হয়নি। তাই আমরা তৃতীয় দলীলের মাঝে উক্ত বিষয়টির প্রমাণ আছে কি না? তা দেখি।
হযরত আব্দুল হাই লক্ষ্ণৌবীর রহঃ লিখেছেনঃ
اما فى حق النساء فاتفقوا على ان السنة لهن وضع اليدين على الصدر، (السعاية-2/156
আর মহিলাদের ক্ষেত্রে সকলেই ঐক্যমত্ব যে, তাদের ক্ষেত্রে সুন্নত হল তাদের উভয় হাতকে বুকের উপর রাখবে। {আসসিয়ায়াহ-২/১৫৬}
হযরত আতা রহঃ বলেন,
عَنْ عَطَاءٍ قَالَ: «تَجْمَعُ الْمَرْأَةُ يَدَيْهَا فِي قِيَامِهَا مَا اسْتَطَاعَتْ»
মহিলারা নামাযে দাঁড়ানো অবস্থায় তাদের হাতকে যতদূর সম্ভব গুটিয়ে রাখবে। {মুসান্নাফ আব্দুর রাজ্জাক-৩/১৩৭, হাদীস নং-৫০৬৭}
সুতরাং মহিলাদের বুকের উপর হাত বাঁধাটি ইজমা দ্বারা প্রমানিত।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]