প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / অফিস থেকে প্রাপ্ত যাতায়াত ভাড়া কম ব্যয় করে বেশি ভাউচার দেয়ার হুকুম কী?

অফিস থেকে প্রাপ্ত যাতায়াত ভাড়া কম ব্যয় করে বেশি ভাউচার দেয়ার হুকুম কী?

প্রশ্ন

Mohammad Qudrat Ullah

আসসালামু আলাইকুম।

কোম্পানীর কাজে কোথাও গেলে যাতায়াত খরচ দেওয়া হয়। ২০০ টাকা সর্বোচ্চ বরাদ্দ। এখন কেউ যদি বাসে গিয়ে ৫০ টাকা খরচ করে ২০০ টাকা বিল দেয় তাহলে যায়েজ হবে কিনা?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না। এটা জায়েজ হবে না। বরং এটি ধোঁকা হয়ে যাবে। তবে এক্ষেত্রে যদি কর্তৃপক্ষ দুইশত টাকার মালিক বানিয়ে দেয়, তাহলে বাকি টাকা রাখা জায়েজ হবে। কিন্তু যদি শুধুমাত্র খরচের জন্য দিয়ে থাকে, তাহলে খরচের বাকি টাকা কোম্পানীতে ফেরত দিতে হবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *