প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / বাবার একাউন্টে জমানো ৬০ হাজার টাকার উপর কি কুরবানী আবশ্যক?

বাবার একাউন্টে জমানো ৬০ হাজার টাকার উপর কি কুরবানী আবশ্যক?

প্রশ্ন

আমি একজন ছাত্র, আমার মালিকানায় ৬০ হাজার টাকা আছে যা আমি ১৫+ বছরে জমিয়েছি (ছোটকাল থেকেই জমিয়েছি, ঈদের সময় আত্মীয়দের থেকে কিছু টাকা পেতাম- সেগুলো)

উল্লেখ্য, টাকাগুলো আমার বাবার ব্যাংক অ্যাকাউন্টে থাকে, আব্বা কখনো খরচ করে ফেলে, আবার রেখে দেয়। তবে গত অনেকদিনে খরচও করেনি, ৬০ হাজারের অতিরিক্ত যা জমা হয় তা খরচ করে।

তবে আমি আজই যদি সম্পূর্ণ টাকা আলাদা করে নিতে চাই বা খরচ করে ফেলতে চাই তাহলে আমাকে টাকা দিয়ে দেয়া হবে।

আমার উপর কুরবানি ওয়াজিব হবে?

যদি ওয়াজিব হয় তাহলে তো ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যাবে, তারপরের ১১ মাসে আবার হয়ত কয়েক হাজার জমাবো/কামাই করবো/ইনভেস্ট করে লাভ করবো, কিন্তু তারপরের কুরবানিতে আবার ১০ হাজার খরচ হয়ে যাবে! আর যাকাত ২.৫ পার্সেন্ট, দেড় হাজার টাকা অসুবিধা হয় না। কিন্তু ১০ হাজার টাকা তো অনেক!

উত্তর

بسم الله الرحمن الرحيم

বর্তমান বাজারমূল্য হিসেবে আটান্ন হাজার একশত সত্তর টাকা প্রয়োজন অতিরিক্ত থাকলেই উক্ত ব্যক্তির উপর কুরবানী করা আবশ্যক হয়ে যায়।

সেই হিসেবে আপনার উপর কুরবানী ওয়াজিব। তাই কুরবানী করা আবশ্যক। যাকাত ও কুরবানী দিলে বাহ্যিকভাবে মাল কমলেও তাতে বরকত বাড়ে। তাই দ্বিধা  ছাড়াই আল্লাহর সন্তষ্টির নিমিত্তে কুরবানী করুন।

واجبة على حر موسر عن نفسه لأنه أصل فى الوجوب عليه (مجمع الأنهر، كتاب الأضحية، دار الكتب العليمة بيروت-4\166/ مصرى قديم-2\516)

وتجب على كل حر مسلم موسر مقيم عن نفسه، وقوله عن نفسه لأنه أصل فى الوجوب عليه (البحر الرائق، كتاب الأضحية-8/318

ويشترط فى وجوبها اليسار، لأنها حق فى مال يجب على وجه القربة كالزكاة (الجوهرة النيرة، كتاب الأضحية-2\28، امدادية ملتان، 2\267، دار الكتب ديوبند-2\267)

فالغنى فى الأضحية ماهو الغنى فى صدقة الفطر (قاضى خان على هامش الهندية-3\344)

وأما شرائط الوجوب: منها اليسار، وهو ما يتعلق به وجوب صدقة الفطر (الفتاوى الهندية، كتاب الأضحية-5\292، جديد-5\336-337، المحيط البرهانى-8\455، رقم-10776، الفتاوى التاتارخانية-17\405، رقم-27649، رد المحتار-9\453)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *