প্রশ্ন
হুজুর, মোদ্দাকথা আমি ইচ্ছাকরেই পিতার নাম ভুল লিখেছি। তখন আমি ছিলাম গাফেল। পিতৃ পরিচয় গোপন করার হাদীস জানা ছিল না। তবে মাদরাসায় থাকালীন অনেক ধর্মীয় বই পড়েছি,তাই এই হাদীস পড়লেও পড়তে পারি, কিন্তু ভয়াবহতা জানা ছিল না( এটা অনুমান করে বললাম)। কিন্তু এখন ফিরে আসতে চাচ্ছি। আমি কি করব। আমি তো পিতার নাম, নিজের গ্রাম, জন্ম তারিখ সব উলট পালট করে ফেলছি, এখন আমি অনুতপ্ত, আল্লাহর পথে আসতে চাচ্ছি। কিন্তু নানা ওয়াসওসায় আমি পেরেশান যে, এখন আর নামাজ, তওবা করে কি হবে তুমি তো জাহান্নামি,এরকম ওয়াসওসা আসে, আমি কেমন যেন পাগল পাগল।মিথ্যা বাদীকে আল্লাহ অভিশাপ দেয়। এখন আমি নাম ঠিক করতে দিছি আমার সাধ্যমত।ঠিক না হলে আরো পেরেশানী।………আমি আল্লাহর ক্ষমার দিকে চেয়ে, শরিয়ত কি বলে? লম্বা করার জন্য দুঃখিত! আমি প্রথম মেইলেও বিস্তারিত লম্বা প্রশ্ন করেছি দুঃখিত।
উত্তর
بسم الله الرحمن الرحيم
নিজের বাবার নাম না বলে অন্যকে বাবার পরিচয় দেয়া কবীরা গোনাহ। এটা ঠিক।
কিন্তু এটা এমন গোনাহ নয় যে, যা তওবা করলে মাফ হবে না।
অন্য শব্দে বললে, এমন কোন গোনাহ নেই, যা তওবা করলে মাফ হয় না।
সুতরাং আপনি খাঁটি দিলে তওবা করুন। ভবিষ্যতে আর কখনো এমন গোনাহ না করার দৃঢ় শপথ করুন। অতীত গোনাহের জন্য অনুতাপ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কৃত গোনাহকে ক্ষমা করে দিবেন।
وَإِنِّي لَغَفَّارٌ لِّمَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدَىٰ [٢٠:٨٢]
আর যে তওবা করে,ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে,আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। [সূরা ত্বহা-৮২]
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٢٤:٣١]
মুমিনগণ,তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। [সূরা নূর-৩১]
হযরত উবাদা বিন আব্দুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ
التَّائِبُ مِنَ الذَّنْبِ، كَمَنْ لَا ذَنْبَ لَهُ
গোনাহ থেকে তওবাকারী এমন,যেন সে গোনাহ করেইনি। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৪২৫০]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com