প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / সন্তান প্রসব হবার পর পরই কি মহিলাদের উপর গোসল করা আবশ্যক হয়ে যায়?

সন্তান প্রসব হবার পর পরই কি মহিলাদের উপর গোসল করা আবশ্যক হয়ে যায়?

প্রশ্ন

সম্মানিত মুফতী সাহেব!

আসসালামু আলাইকুম!

মহিলাদের সন্তান প্রসব হলে উক্ত মহিলার উপর গোসল করা আবশ্যক হয়ে যায়? আমরা শুনেছি যে, বাচ্চা হবার পর গোসল না করলে তার জন্য খানাপিনা করা হারাম? কথাটি কতটুকু সত্য? দয়া করে জানাবেন।

 

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আপনার শুনা উক্ত কথার কোন ভিত্তি নেই। বাচ্চা হবার পর নাপাক থাকা অবস্থায় খানাপিনা করা সম্পূর্ণ জায়েজ। নাজায়েজ হবার কোন কারণ নেই।

আর বাচ্চা প্রসব হবার সাথে সাথেই গোসল আবশ্যক হয় না। বরং নেফাসের রক্ত বন্ধ হবার পর গোসল করা আবশ্যক হয়। এর আগে আবশ্যক হয় না। তবে পরিস্কার হতে চাইলে সেটি ভিন্ন জিনিস। কিন্তু আবশ্যক নয়।

 (وفرض) الغسل (عند) خروج (منى) …… (و) عند انقطاع حيض ونفاس، (الدر المختار مع رد المحتار، كتاب الطهارة، مطلب فى تحرير الصاع والمد والرطل-1/159)

ولا يكره طبخها ولا إستعمال ما مسته من عجين أو ماء أو نحوهما، (رد المحتار، كتاب الطهارة، مطلب لو افتى مفت بشيء من هذه الأقوال-1/292

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

 

আরও জানুন

বিছানায় লেগে থাকা শুকনো বীর্যে ভিজা হাত লাগলে কি হাত নাপাক হয়ে যায়?

প্রশ্ন আসসালামু আলাইকুম, বীর্য যদি শুকিয়ে যায় (বিছানায় পড়া) সেই জায়গায় ভিজা হাত লাগে আবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস