প্রচ্ছদ / আহলে হাদীস / মুআম্মাল বিন ইসমাঈলকে ইমাম বুখারী মুনকারুল হাদীস বলেননি?

মুআম্মাল বিন ইসমাঈলকে ইমাম বুখারী মুনকারুল হাদীস বলেননি?

প্রশ্ন

Saif Tarek

আসসালামু আলাইকুম।

আপনাদের কাছে করা অনেক প্রশ্নেরই উত্তর আমি পাই নি, হয়ত আপনাদের সময় স্বল্পতা আর প্রশ্নের আধিক্যতার কারণে। যাইহোক,নিচের এই ভিডিওতে একজন দাবি করেছেন,সহীহ ইবনে খুযাইমাতে উল্লেখিত সুফিয়ান ছাওরী রাহ.,আসেম ইবনে কুলাইব থেকে,তিনি তার পিতা থেকে,তিনি ওয়াইল ইবনে হুজর রা. থেকে বর্ণনা করেছেন,আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে নামায পড়লাম … তিনি তাঁর ডান হাত বাম হাতের উপর বুকের উপর রাখলেন।

-সহীহ ইবনে খুযায়মা ১/২৭২, হাদীস : ৪৭৯
এই হাদীসটির রাবী মুয়াম্মাল ইবনে ইসমাইলকে ইমাম বুখারী মুনকারুল হাদীস বলেননি,তিনি মুনকারুল হাদীস বলেছেন মুয়াম্মাল ইবনে সাঈদকে। কিন্তু আমি অনেক ইন্টারনেটে অনেক লিখাতে পড়েছি মুয়াম্মাল ইবনে ইসমাইলকেই তিনি মুনকারুল হাদীস বলেছেন। দয়া করে কি ব্যাখ্যা করবেন কোনটা সঠিক ?

 

 উত্তর

بسم الله الرحمن الرحيم

وعليكم السلام ورحمة الله وبركاته

ইমাম বুখারী রহঃ মুআম্মাল বিন ইসমাইলকেই মুনকারুল হাদীস বলে মন্তব্য করেছেন। রিজালশাস্ত্রের সাথে যাদের সামান্যতম সম্পর্ক আছে তারা সবাই একথা জানেন। প্রায় সকল রিজালের কিতাবেই মুআম্মার বিন ইসমাইল সম্পর্কে ইমাম বুখারী রহঃ এর “মুনকারুল হাদীস” বলা মন্তব্যটি স্থান পেয়েছে। দৃষ্টান্তস্বরূপ কয়েকটি নিচে উদ্ধৃত করা হল।

مؤمل بن اسماعيل العدوى مولى آل الخطاب وقيل مولى بني بكر أبو عبدالرحمن البصري نزيل مكة.الخ

وقال البخاري منكر الحديث

অনুবাদ-মুআম্মাল বিন ইসমাঈর আল আদাবী আলুল খিতাবের মাওলা ছিলেন, কারো মতে বনী বকরের মাওলা ছিলেন। তিনি মক্কায় আগত।  ইমাম বুখারী রহঃ বলেন, তিনি ছিলেন মুনকারুল হাদীস!। {তাহজীবুত তাহজীব, রাবী নং-৬৮১}

 

6547 – ت س ق / مؤمل بن اسماعيل صدوق مشهور وثق وقال البخاري منكر الحديث وقال أبو زرعة في حديثه خطأ كثير

অনুবাদ-মুআম্মাল বিন ইসমাইল সত্যবাদী প্রসিদ্ধ সেক্বা। আর ইমাম বুখারী রহঃ বলেছেন তিনি “মুনকারুল হাদীস”। আর আবু জুরআ রহঃ বলেছেন-তার হাদীসে প্রচুর ভুল আছে। {আল মুগনী ফিজ জুআফা, রাবী নং-৬৫৪৭}

 

ইমাম বুখারী রহঃ হযরত মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদীস বলেছেন মর্মে আরো বর্ণনা দেখুন-

১-তাহজীবুল কামাল, রাবী নং-৬৩১৯

২-খুলাসাতু তাহজীবু তাহজীবিল কামাল-১/৩৯৩

৩-জিকরু মান তাকাল্লামা ফিহী ওয়াহুয়া মুআসসিকুন, রাবী নং-৩৪৭

৪-সিয়ারু আলামিন নুবালা, রাবী নং-৯

৫-লিসানুল মীযান, রাবী নং-৪৯৮৭

৬-মাগানিয়াল আখইয়ার, রাবী নং-২৪১৯

৭-মিযানুল ইতিদাল, রাবী নং-৮৯৪৯

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

প্রাইভেট গাড়িতে চলার সময়ও পর্দা লাগিয়ে চলা কি বাড়াবাড়ি?

প্রশ্ন السلام عليكم ورحمة الله وبركاته আমি কিছু আলেম পরিবারকে দেখেছি যারা তাদের মহিলাদেরকে প্রাইভেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস