প্রশ্ন
ইসলামী শরীয়তে ভাই-বোনদের উপার্জনের মধ্যে একে অপরের হক আছে কি না?
যেমন আমাদের পরিাবারের সবাই একসাথে বসবাস করি। আমরা দুই ভাই চাকুরী করি আর এক ভাই লেখাপড়া করে। পরিবারের ভরণ-পোষণ আমরা দুই ভাই বহন করি। পরিবারের ভরণ-পোষণের পর আমি কিছু টাকা সঞ্চয় করেছি। এখন প্রশ্ন হচ্ছে আমার এই সঞ্চয়ের উপর আমার অপর দুই ভাইয়ের হক/দাবী আছে কি না (যেমন আমি ৩ লাখ টাকা সঞ্চয় করেছি তারা এখান থেকে ১ লাখ করে পাবে কিনা)? অথবা এই টাকা দ্বারা আমি কোন সম্পদ কিনলে তারা সেই সম্পদের সমান হকদার কিনা? নাকি আমি ইচ্ছা করলে তাদেরকে দিতে পারি বা নাও দিতে পারি? দয়া করে ইসলামী শরীয়াহ অনুযায়ী উত্তর দিবেন।
Kamal Hossain
P.O. Box 2058 (NPCC)
Abu Dhabi, U.A.E.
উত্তর
بسم الله الرحمن الرحيم
এ টাকা শুধু আপনার। এতে আপনার ভাই-বোনের কোন অংশ নেই। আপনি ইচ্ছে করলে তাদের দিতেও পারেন। আবার নাও দিতে পারেন। তবে তাদের কেউ যদি কামাই করতে অক্ষম হয়, আর আপনার সহযোগিতা করার সামর্থ থাকে, তাহলে নিয়মমাফিক তাদের খরচ বহন করা উচিত। তবে আপনার নিজস্ব মেহনতে কামাই করা বস্তুতে তাদের মৌলিকভাবে কোন অধিকার নেই।
দলিল
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ (29
হে মুমিনরা! তোমরা পরস্পরের মালকে অন্যায়ভাবে গ্রাস কর না। তবে ব্যবসায়িক পদ্ধতিতে পারস্পরিক সন্তুষ্টচিত্তে হলে ভিন্ন কথা। {সূরা নিসা-২৯}
فى القواعد الفقهية للزرقا- لا يجوز لأحدٍ ما ولو والداً أو ولداً أو زوجاً أن يأخذ جاداً أو لاعباً مال أحدٍ ما ولو ولده أو والده أو زوجته بلا سبب شرعي يسوغ له الأخذ- 465
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।