প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
হযরত! একটি প্রশ্ন ছিল-
কোন ব্যক্তি যদি এমন হয় যে, তার মক্কা শরীফে যাওয়ার মত অর্থ আছে কিন্তু মদীনায় যাওয়ার টাকা নেই। তাহলে উক্ত ব্যক্তির উপর হজ্ব ফরজ হবে কি না?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, উক্ত ব্যক্তির উপর হজ্ব করা ফরজ হবে। কারণ হজ্বের কোন সম্পর্ক মদীনার সাথে নেই। হজ্বের সম্পর্ক মূলত মক্কার সাথে। মদীনায় যাওয়া হয় রাসূল সাঃ এর মোহাব্বতে। তার রওজা যিয়ারতের জন্য। হজ্বের কোন বিধান পালনের জন্য নয়। তাই মদীনায় যাওয়ার খরচ না থাকলেও মক্কায় যাওয়ার খরচ থাকলেই হজ্ব ফরজ হয়ে যাবে।
والأحسن للحاج ان يبدأ بمكة فاذا قضى نسكه مر بالمدينة لان الحج فريضة والزيادة تطوع-( الفتاوى الولوالجية-1/300، الفقه الاسلام وادلته-3/358، تاتارخانية-3/478، هندية-1/217، مجمع الانهر-1/320، بدائع-2/297، المحيط البرهانى-3/392
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।