প্রশ্ন:
যে ব্যক্তির কাছে নগদ টাকা নাই। কিন্তু তার অনেক স্থাবর সম্পত্তি আছে। তাহলে তার উপর কুরবানী করা ওয়াজিব হবে কি?
জবাব:
بسم الله الرحمن الرحيم
নিত্য প্রয়োজনীয় সামগ্রির বেশি যদি কারো অতিরিক্ত স্থাবর সম্পত্তি থাকে যার মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার সমমূল্য হয়, তাহলে উক্ত ব্যক্তির উপর কুরবানী করা ওয়াজিব।
দলিল:
فى رد المحتار-ولو له عقار يستغله فقيل تلزم لو قيمته نصابا ، وقيل لو يدخل منه قوت سنة
تلزم، وقيل قوت شهر ، فمتى فضل نصاب تلزمه (الفتوى الشامية-9/453
প্রামান্য গ্রন্থাবলী:
১. ফাতওয়ায়ে শামী-৯/৪৫৩
২. খোলাসাতুল ফাতওয়া-৩/৩০৯
৩. বাদায়েউস সানায়ে’-৪/১৯৬
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।