প্রশ্ন:
কুরবানীর পশু হারিয়ে গেলে পুণরায় পশু ক্রয় করে কুরবানী করা কি আবশ্যক?
জবাব:
بسم الله الرحمن الرحيم
যে ব্যক্তির উপর কুরবানী করা আবশ্যক, যদি তার কুরবানীর পশু ক্রয় করার পর হারিয়ে যায় তাহলে তার জন্য আরেকটি পশু ক্রয় করে কুরবানী করা আবশ্যক। কিন্তু যার উপর কুরবানী করা আবশ্যক নয়, এমন ব্যক্তির কুরবানীর পশু হারিয়ে গেলে তার উপর পুণরায় পশু ক্রয় করে কুরবানী করা আবশ্যক নয়।
দলিল:
فى البحر الرائق-ولو ضلت فليس عليه (الفقير) أن يشترى أخرى مكانها، وإن كان غنيا فعليه أن يشترى أخرى مكانها، (البحر الرائق-9/320)
প্রামান্য গ্রন্থাবলী:
১. আল বাহরুর রায়েক-৯/৩২০
২. বাদায়েউস সানায়ে’-৪/১৯৯
৩. ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/২৯৪
৪. ফাতওয়ায়ে শামী-২/২৩৩
৫. ফাতওয়ায়ে বাযযাজিয়া আলা হামিশিল হিন্দিয়া-৬/২৮৯
৬. ফাতওয়ায়ে তাতারখানিয়া-১৭/৪১৩
৭. আল ফাতওয়ান নাওয়াজিল-৩৩৬
৮. ফাতহুল কাদীর-৯/৫৩০
৯. আল জাওহারাতুন নায়্যিরাহ-৩/৮১
১০. হিদায়া-৪/৪৩১
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।