প্রচ্ছদ / প্রশ্নোত্তর / আপন ভাতিজা ভাতিজী থাকতে সৎ ভাই মিরাস পাবে কি?

আপন ভাতিজা ভাতিজী থাকতে সৎ ভাই মিরাস পাবে কি?

প্রশ্ন

ব্যক্তি মারা গেল। আত্মীয়দের মাঝে রইল এক মেয়ে, স্ত্রী, বৈমাত্রেয় ভাই, আপন ভাইয়ের এক ছেলে ও দুই মেয়ে।

এখন আমার প্রশ্ন হল, বৈমাত্রেয় ভাই কি মিরাস পাবেন? নাকি আপন ভাইয়ের ছেলেমেয়েরা মিরাস পাবেন?

উত্তর

بسم الله الرحمن الرحيم

মৃত ব্যক্তির সৎ ভাই তথা বৈমাত্রেয় ভাই মিরাস পাবেন। তার কারণে আপন ভাইয়ের ছেলেমেয়ে কোন অংশ পাবে না। এটাকে মিরাস আইনের পরিভাষায় হাজবে হিরমান বলা হয়।

وحجب حرمان………. الأقرب فالأقرب (السيراجى فى الميراث-39-40)

ثم الأخ لأب وام ثم الأخ لأب ثم ابن الأخ لاب وام ثم ابن الأخ لأب (تبيين الحقائق، كتاب الفرائضن زكريا-7/486، امدادية ملتان-6/238، المبسوط للسرخسى-4/219، 29/174)

وَيَتَقَدَّمُ الْأَقْرَبُ فَالْأَقْرَبُ الْأَبُ ثُمَّ الْجَدُّ أَبُوهُ وَإِنْ عَلَا ثُمَّ الْأَخُ لِأَبٍ وَأُمٍّ ثُمَّ الْأَخُ لِأَبٍ ثُمَّ ابْنُ الْأَخِ لِأَبٍ وَأُمٍّ ثُمَّ ابْنُ الْأَخِ لِأَبٍ (بدائع الصنائع، كتاب الحضانة، فصل فى وقت الحضانة-4/42، دار الكتب العلمية)

فَأَقْرَبُ الْعَصَبَاتِ الِابْنُ ثُمَّ ابْنُ الِابْنِ وَإِنْ سَفَلَ ثُمَّ الْأَبُ ثُمَّ الْجَدُّ أَبُ الْأَبِ وَإِنْ عَلَا، ثُمَّ الْأَخُ لِأَبٍ وَأُمٍّ، ثُمَّ الْأَخُ لِأَبٍ ثُمَّ ابْنُ الْأَخِ لِأَبٍ وَأُمٍّ، (الفتاوى الهندية، كتاب الفرائض، الْبَابُ الثَّالِثُ فِي الْعَصَبَاتِ-6/451

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *