জেনারেল শিক্ষিতদের জন্য আলেম কোর্স “নৈশ মাদরাসা”। বিগত ৫ বছর ধরে “তালীমুল ইসলাম নৈশ মাদরাসা” অত্যান্ত সুনামের সাথে তার শিক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছে।
২০২০/২১ ঈসাব্দ শিক্ষাবর্ষে সেই ধারা অক্ষুন্ন রাখার প্রত্যয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনা প্রকোপের কারণে এবারের দারস তাদরীস অনলাইন ভিত্তিক হবার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
সেই হিসেবে দেশ ও বিদেশের আগ্রহী ছাত্রবৃন্দ ভর্তি হবার সুযোগ পাবেন।
বৈশিষ্ট্যাবলী
# ৫ বছরে দাওরায়ে হাদীস ক্লাসে ভর্তি হবার যোগ্যতা অর্জন।
# বিজ্ঞ আলেমগণের দ্বারা পরিচালিত।
# ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেয়ার প্রচেষ্টা।
# সপ্তাহের শনি, রবি ও সোম ১ম ব্যাচ ও মঙ্গল, বুধ ও বৃহস্পতি ২য় ব্যাচের ক্লাস গ্রহণ।
# এক ব্যাচে ভর্তি হয়ে উভয় ব্যাচেই ক্লাশ করার সুযোগ।
# বাদ মাগরিব থেকে রাত দশটা পর্যন্ত ক্লাস। [তবে ভর্তি হওয়া ছাত্রদের সুবিধার্তে এ সময় পরিবর্তন হতে পারে]
নৈশ মাদরাসার নেসাব
১ম বর্ষ
১
এসো আরবী শিখি- ১, ২ [পূর্ণ]
২
মীযান ও মুনশাইব
৪
উর্দু কায়দা ও তালীমুল ইসলাম ১ম ও ২য় খন্ড পূর্ণ
৫
বেহেশতী গাওহার
২য় বর্ষ
১
এসো নাহব শিখি, হেদায়াতুন নাহু পূর্ণ
২
আদিল্লাতুল হানাফিয়্যাহ [তাহারাত ও সালাত অধ্যায় থেকে পূর্ণ]
৩
আলফিক্বহুল মুয়াসসার ও কুদুরী নির্বাচিত অংশ
৪
কুরআন তরজমা [৩০তম পারা] পূর্ণ
৩য় বর্ষ
১
হেদায়া ১ম খন্ড নির্বাচিত অংশ
২
হেদায়া ২য় খন্ড নির্বাচিত অংশ
৩
হেদায়া ৩য় খন্ড
৪
হেদায়া ৪র্থ খণ্ড
৫
উলুমুল ফিক্বহ
৪র্থ বর্ষ
১
উলুমুত তাফসীর ও উলামায়ে দেওবন্দের ইতিহাস।
২
তাফসীরে জালালাইন ১ম খণ্ড
৩
তাফসীরে জালালাইন ২য় খণ্ড।
৪
ইসলামী আকায়েদ [আকীদাতুত তাহাবীয়া ও আকায়েদে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ]
৫ম বর্ষ
মিশকাতুল মাসাবীহ ১ম খন্ড নির্বাচিত অংশ
২
মিশকাতুল মাসাবীহ ২য় খন্ড নির্বাচিত অংশ
৩
উলুমুল হাদীস
৪
ফিরাক্বে বাতিলা পরিচিতি শরহুল আকায়েদ।
বিঃদ্রঃ
ভর্তি হওয়া ছাত্রদের মেধা অনুপাতে সিলেবাসে সংযোজন বিয়োজন হতে পারে।
নৈশ বিভাগে যেভাবে ভর্তি হবেন!
নিচের দেয়া লিংক থেকে ভর্তি ফরমটি পূর্ণ করে পাঠিয়ে ভর্তির ফী প্রদান করে ভর্তি সম্পন্ন করে নিবেন।
ফরমের লিংকঃ
https://surveyheart.com/form/5ed36bb1fca9e95549671ffa
ভর্তি ফি– ২,০০০/=
মাসিক প্রদেয়ঃ ২,০০০/=
দারস শুরু
১লা সেপ্টেম্বর ২০২০ ঈসাব্দ রোজ মঙ্গলবার অনলাইন উদ্ভোধনী অনুষ্ঠান ও দুআর মাধ্যমে দরসী কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।
যোগাযোগ
পরিচালক
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতীঃ তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
১৫০/সি পশ্চিম রামপুরা, ওয়াপদা রোড ঢাকা-১২১৯।
(রামপুরা পাওয়ার হাউজে বাম দিকের সাত তলা বিল্ডিংয়ের ষষ্ঠ তলা, f6 নং ফ্ল্যাট)
Assalamulaikum
Can I please join from Melbourne.
I am a Computer Engineer living in Australia
Jazakallah khairan
ওয়াআলাইকুমুসসালামু ওয়ারাহমাতুল্লাহ।
আমাদের ওয়েব ফরমটি পূর্ণ করে যোগাযোগের নাম্বারে কথা বলে ভর্তি হয়ে যান। ইনশাআল্লাহ আমরাই যোগাযো করবো ইনশাআল্লাহ।
আসসালামুয়ালাইকুম।
আমি অনলাইন নৈশ মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক। এখন কি ভর্তি করা হচ্ছে?
ওয়াআলাইকুমুস সালাম। হতে পারবেন। যোগাযোগ করুন।