প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমাদের এলাকার কিছু লা মাযহাবীরা বলে যে, আজানের দুআর শেষে ‘ইন্নাকা লা তুখলিফুল মী’আদ’ বলা নাকি বিদআত।
এ বিষয়ে হুজুরের কাছ থেকে সঠিক বক্তব্য আশা করছি। দয়া করে জানালে কৃতার্থ হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
আজানের দুআর শেষে ‘ইন্নাকা লা তুখলিফুল মী’আদ’ পড়াকে বিদআত বলা বাড়াবাড়ি।
এ সংক্রান্ত হাদীসে বর্ণনা পাওয়া যায়। যদিও তা শাজ পর্যায়ের হাদীস। কিন্তু আমল করাতে কোন সমস্যা নেই।
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ إِنَّى أَسْأَلُكَ بِحَقِّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا، الَّذِي وَعَدْتَهُ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ إِلَّا حَلَّتْ لَهُ شَفَاعَتِي “ (السنن الصغير للبيهقى، رقم-296، الدعوات الكبير، رقم-49، السنن الكبرى للبيهقى، رقم-1933)
فَإِذَا فَرَغَ الْمُؤَذِّنُ مِنْ الْأَذَانِ يَقُولُ الْمُسْتَمِعُ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَالدَّرَجَةَ الرَّفِيعَةَ وَالْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي وَعَدْته إنَّك لَا تُخْلِفُ الْمِيعَادَ، (مجمع الأنهر فى شرح ملتقى الأبحر-1\76، دار احياء التراث
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]