প্রচ্ছদ / আজান ও ইকামত / শুধু দ্বিতীয় আজান দিয়ে জুমআ পড়ার হুকুম কী?

শুধু দ্বিতীয় আজান দিয়ে জুমআ পড়ার হুকুম কী?

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, জুমআর প্রথম আজান ছাড়া শুধু দ্বিতীয় আজান দিয়ে জুমআ আদায় করলে জুমআ শুদ্ধ হবে কি?
দয়া করে দ্রুত জানালে কৃতার্থ হতাম।

উত্তর
بسم الله الرحمن الرحيم

প্রথম আজান ছাড়া জুমআ আদায় করলে জুমআ শুদ্ধ হয়ে যাবে। তবে সুন্নতে মুআক্কাদা পরিত্যাগ করায় গোনাহগার হবে।

وهو سنة للرجال فى مكان عال مؤكدة هى كالواجب فى لحوق الإثم للفرائض الخمس فى وقتها (رد المحتار، كتاب الصلاة، باب الأذان-2\48، الفتاوى التاتارخانية، كتاب الصلاة، الفصل الثانى فى الأذان-2\135، رقم-1958

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামীয়া ঢাকা

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *