প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / ‘তোমাকে তালাক দিবো’ বলার পর ‘এক তালাক দুই তালাক’ বললে হুকুম কী?

‘তোমাকে তালাক দিবো’ বলার পর ‘এক তালাক দুই তালাক’ বললে হুকুম কী?

প্রশ্ন

From: নীড়
বিষয়ঃ talak prosonge

প্রশ্নঃ
আমার প্রশ্ন হচ্ছে যে, কোন স্বামী যদি রাগের মাথাই বলে আমি তোমাকে তালাক দিব, এক তালাক, দুই তালাক কিন্তু আর কিছুই বললো নাহ, তাহলে কি তালাক হয়ে যাবে? উত্তর টা খুব জরুরী।।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আমি তোমাকে তালাক দিবো, বলার পর, এক তালাক, দুই তালাক বলার দ্বারা দুই তালাক পতিত হয়ে গেছে। প্রথম কথার দ্বারা তালাক দেবার ওয়াদা হয়েছে, তারপর এক তালাক, দুই তালাক বলার দ্বারা তৎক্ষণাৎ দুই তালাক পতিত হয়ে গেছে।

তাই সামনে সতর্ক থাকতে হবে। পরবর্তীতে এক তালাক দিলেই স্ত্রী হারাম হয়ে যাবে। উক্ত স্ত্রীর সাথে আর ঘরসংসার করতে পারবে না।

এখন শুধুমাত্র মৌখিক বা আচরণ দ্বারা স্ত্রীকে ফিরিয়ে আনলেই যথেষ্ট হবে। কিন্তু তিনটি তালাক হয়ে গেলে তা সম্ভব হয় না।

রাগ হলেই তালাক দেবার প্রবণতা পরিহার করা জরুরী।

الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ  [٢:٢٢٩]

তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে,না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। [সূরা বাকারা-২২৯]

فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ [٢:٢٣٠]

তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। [সূরা বাকারা-২৩০]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …