প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / স্থানীয় মসজিদে দ্বিতীয় জামাত পড়ার বিধান কী?

স্থানীয় মসজিদে দ্বিতীয় জামাত পড়ার বিধান কী?

প্রশ্ন

From: দেলোয়ার হোসেন
মোবাইল/ইমেইলঃ [email protected]
বিষয়ঃ সানি জামাত পড়া যাবে কি না

প্রশ্নঃ
নাম: দেলোয়ার হোসেন ,পেশা: ছাত্র( B.B.A.4th year) ঠিকানা : গ্রাম : ঝর্ণাপাড়া , থানা: ডবলমুরিং, জিলা: চট্টগ্রাম।
বক্তব্য : আমি মসজিদে জামাতে সহিত নামাজ পড়তে গেলাম , দেখা গেল যে, জামাতে নামাজ শেষ হয়ে গেল ঐ মুহূতে কি সানি জামাত পড়া যাবে। ইমাম সাহেব বলল যে, যে মসজিদে ইমাম ও মুয়াজিন স্থায়ীভাবে থাকবে সেখানে সানি জামাত পড়া যাবে না । (আর এই কথাটা কতটুকু সত্য )

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি উক্ত মসজিদটি আপনার স্থানীয় মসজিদ হয়, তাহলে হঠাৎ এমন হয়ে গেলে আপনার জন্য দ্বিতীয় জামাত মসজিদের বারান্দায় বা প্রথম জামাত যেখানে হয়েছিল সেখান থেকে একটু সরে গিয়ে পিছনে এসে পড়া যাবে। তবে এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না। অর্থাৎ নিয়মিত এভাবে দ্বিতীয় জামাত করা মাকরূহ হবে।

হঠাৎ একদিন দু’দিন হলে সমস্যা নেই।

আর যদি মসজিদটি স্থানীয় মসজিদ না হয়, বরং সফরের রাস্তায় হয়, তাহলে যেকোন অবস্থায় দ্বিতীয় জামাতে কোন সমস্যা নেই।

وَيُكْرَهُ تَكْرَارُ الْجَمَاعَةِ بِأَذَانٍ وَإِقَامَةٍ فِي مَسْجِدِ مَحَلَّةٍ لَا فِي مَسْجِدِ طَرِيقٍ أَوْ مَسْجِدٍ لَا إمَامَ لَهُ وَلَا مُؤَذِّنَ (رد المحتار، كتاب الصلاة، باب الامامة-2/288

أَنَّهُ – عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ – كَانَ خَرَجَ لِيُصْلِحَ بَيْنَ قَوْمٍ فَعَادَ إلَى الْمَسْجِدِ وَقَدْ صَلَّى أَهْلُ الْمَسْجِدِ فَرَجَعَ إلَى مَنْزِلِهِ فَجَمَعَ أَهْلَهُ وَصَلَّى» وَلَوْ جَازَ ذَلِكَ لَمَا اخْتَارَ الصَّلَاةَ فِي بَيْتِهِ عَلَى الْجَمَاعَةِ فِي الْمَسْجِدِ وَلِأَنَّ فِي الْإِطْلَاقِ هَكَذَا تَقْلِيلُ الْجَمَاعَةِ مَعْنًى، فَإِنَّهُمْ لَا يَجْتَمِعُونَ إذَا عَلِمُوا أَنَّهُمْ لَا تَفُوتُهُمْ.

وَأَمَّا مَسْجِدُ الشَّارِعِ فَالنَّاسُ فِيهِ سَوَاءٌ لَا اخْتِصَاصَ لَهُ بِفَرِيقٍ دُونَ فَرِيقٍ اهـ (رد المحتار، كتاب الصلاة، باب الامامة-2/288

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …