প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমার স্বামী কয়েক বছর ধরে বিদেশ থাকেন। তার সাথে আমার কোন সর্ম্পক নেই। চার বছর পর সে আমাকে তালাক প্রদান করেছে।
এখন আমার প্রশ্ন হল, দীর্ঘ সময় শারিরীক সম্পর্ক না থাকলে, তালাকের পর ইদ্দত পালন করতে হয় কি না?
উত্তর
بسم الله الرحمن الرحيم
ইদ্দতের সম্পর্ক তালাক ও স্বামীর মৃত্যুর সাথে। যখনি উক্ত দু’টির কোন একটি ঘটবে, তখন থেকেই ইদ্দতের সময়সীমা শুরু হয়। শারিরীক সম্পর্ক ছিল কি না? এর সাথে ইদ্দতের কোন সম্পর্ক নেই।
তাই তালাকের আগে দীর্ঘ সময় পর্যন্ত প্রথম স্বামীর সাথে যোগাযোগ না থাকলেও আপনার তালাকের পর থেকে ইদ্দত পালন করতে হবে।
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ ۚ [٢:٢٢٨]
আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েয পর্যন্ত। [সূরা বাকারা-২২৮]
ابتداء العدة فى الطلاق عقيب الطلاق (هداية، كتاب الطلاق، باب العدة-2/425، زكريا-1/531، جديد-1/584
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামী ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।