প্রচ্ছদ / প্রশ্নোত্তর / কোন মেয়ে তার প্রথম বিয়ের কথা না জানিয়ে আরেক পুরুষকে বিয়ে করলে দ্বিতীয় বিয়েটা শুদ্ধ হবে কি?

কোন মেয়ে তার প্রথম বিয়ের কথা না জানিয়ে আরেক পুরুষকে বিয়ে করলে দ্বিতীয় বিয়েটা শুদ্ধ হবে কি?

প্রশ্ন

আমি প্রেম করে একটি ছেলেকে বিয়ে করি। কিন্তু তা পরিবারের কাছে জানাতে পারিনি। তারপর আমার পরিবারের লোকেরা আমাকে জোর করে অন্য একটি ছেলের সাথে বিয়ে করিয়ে দিয়েছে। এখন আমার প্রশ্ন হল, আমার দ্বিতীয় বিয়েটা কি শুদ্ধ হয়েছে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

প্রথম স্বামীর কাছ থেকে তালাক না নিয়ে দ্বিতীয় বিয়ে করলে তা বিশুদ্ধ হয় না। সেই হিসেবে আপনার দ্বিতীয় বিয়েটি শুদ্ধ হয়নি।

فى الفتاوى الهندية لَا يَجُوزُ لِلرَّجُلِ أَنْ يَتَزَوَّجَ زَوْجَةَ غَيْرِهِ وَكَذَلِكَ الْمُعْتَدَّةُ، كَذَا فِي السِّرَاجِ الْوَهَّاجِ. (الفتاوى الهندية، كِتَابُ النِّكَاحِ وَفِيهِ أَحَدَ عَشَرَ بَابًا، الْبَابُ الثَّالِثُ فِي بَيَانِ الْمُحَرَّمَاتِ وَهِيَ تِسْعَةُ أَقْسَامٍ، الْقِسْمُ السَّادِسُ الْمُحَرَّمَاتُ الَّتِي يَتَعَلَّقُ بِهَا حَقُّ الْغَيْرِ-1/280، بدائع الصنائع، كتاب النكاح عدم جواز منكوحة الغير-2/547، زكريا، البحر الرائق، كتاب النكاح، فصل فى المحرمات-3/108

وفى رد المحتار- اما نكاح منكوحة الغير ومعتدة لم يقل احد بجوازه فلم ينعقد اصلا (رد المحتار، كتاب النكاح، باب العدة، مطلب فى النكاح الفاسد والباطل-5/197، 4/274، قاضى خان على الهندية-1/366

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …