প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / সমস্ত নবীরা শুধু আরবেই কেন আসলেন? পৃথিবীর অন্যত্র আসেননি কেন?

সমস্ত নবীরা শুধু আরবেই কেন আসলেন? পৃথিবীর অন্যত্র আসেননি কেন?

প্রশ্ন

From: K.M.Shamem Ahmed
বিষয়ঃ মাসয়ালা

প্রশ্নঃ
সব নবী কেন আরব আসলো? অন্য (ইউরোপ, আমরিকা,আফ্রিকা , এশিয়া) নয় কেন ।

এক নাস্তিক মার্কা লোকের জিজ্ঞাসা ছিল আমার কাছে ।

উত্তর

بسم الله الرحمن الرحيم

এক বর্ণনা অনুপাতে নবীদের সংখ্যা ছিল ১ লাখ ২৪ হাজার [মুসনাদে আহমাদ, হাদীস নং-২২২৮৮,আলমু’জামুল কাবীর লিততাবারানী, হাদীস নং-৭৮৭১, মাযমাউজ যাওয়ায়েদ, হাদীস নং-৭২৫, মুস্তাদরাক আলাস সহীহাইন, হাদীস নং-৪১৬৬]

বা এর কমবেশি হবেন। সব নবী শুধু আরবেই এসেছেন এ দাবীটিই সঠিক নয়। বরং ভুল। কারণ, শুধু আরবেই সকল নবী এসেছেন এ মর্মে কোন কথা কুরআন বা হাদীসে বর্ণিত হয়নি।

প্রতিটি জনপদেই মানুষের হিদায়াতের জন্য নবী প্রেরণ করা হয়েছে মর্মে কুরআনে কারীমে উদ্ধৃত হয়েছে।

وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ [٣٥:٢٤

এমন কোন সম্প্রদায় নেই যাতে সতর্ককারী তথা নবী আসেনি। [সূরা ফাতির-২৪]

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا [١٦:٣٦

আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি [সূরা নাহল-৩৬]

কুরআনে কারীমে মাত্র ২৫জন নবীর নাম উল্লেখ আছে। বাকিদের নাম উল্লেখ নেই। কিন্তু এছাড়া যে, আরো নবী আছেন তা উদ্ধৃত হয়েছে।

সেই ২৫ জনের মাঝে ১৮ জনের নাম পাওয়া যায় সূরা আনআমে। বাকি ৭জনের নাম অন্যান্য সূরায় পাওয়া যায়।

২৫ জন নবী হলেন-

১) আদম আঃ [আলে ইমরান-৩৩]

২) হুদ আঃ [সূরা হুদ-৫০]

৩) শুয়াইব আঃ [সূরা হুদ-৮৪]

৪)সালেহ আঃ [হুদ-৬১]

৫) ইদ্রিস আঃ [সূরা আম্বিয়া-৮৫]

৬) জুলকিফল আঃ [সূরা আম্বিয়া-৮৫]

৭) মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। [সূরা আলে ইমরান-১৪৪, সূরা আহযাব-৪০, সূরা মুহাম্মদ-২, ফাতাহ-২৯]

৮) নূহ আঃ [আলে ইমরান-৩৩]

৯) ইসমাঈল আঃ [সূরা আম্বিয়া-৮৫]

১০) ইবরাহীম আঃ [সূরা আনআম-৮২-৮৩]

১১) ইসহাক আঃ [সূরা আনআম-৮২-৮৩]

১২ ইয়াকুব আঃ [সূরা আনআম-৮২-৮৩]

১৩ দাউদ আঃ [সূরা আনআম-৮২-৮৩]

১৪ সুলাইমান আঃ [সূরা আনআম-৮২-৮৩]

১৫ আইয়ুব আঃ [সূরা আনআম-৮২-৮৩]

১৬ মুসা আঃ [সূরা আনআম-৮২-৮৩]

১৭ ইউসুফ আঃ [সূরা আনআম-৮২-৮৩]

১৮ হারুন আঃ [সূরা আনআম-৮২-৮৩]

১৯ যাকারিয়া আঃ [সূরা আনআম-৮২-৮৩]

২০ ইয়াহইয়া আঃ [সূরা আনআম-৮২-৮৩]

২১ ঈসা আঃ [সূরা আনআম-৮২-৮৩]

২২ ইলিয়াস আঃ [সূরা আনআম-৮২-৮৩]

২৩ ইউশা বিন নূন আঃ [সূরা আনআম-৮২-৮৩]

২৪ ইউনুস আঃ [সূরা আনআম-৮২-৮৩]

২৫ লূত আঃ [সূরা আনআম-৮২-৮৩]

কুরআনে বর্ণিত এ ২৫জন নবীর মাঝে মাত্র ৪জন নবী আরবের।

হযরত আবূ জর গিফারী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-

وَأَرْبَعَةٌ مِنَ الْعَرَبِ: هُودٌ، وَشُعَيْبٌ، وَصَالِحٌ، وَنَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

চারজন আরবের। তারা হলেন, হযরত হুদ আঃ, হযরত শুয়াইব আঃ, হযরত সালেহ আঃ এবং তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। [সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩৬১]

আর বাকীরা মিশর, সিরিয়া, ফিলিস্তিন, লেবাননসহ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের। যেমন আদম আঃ এবং হযরত ইবরাহীম আঃ ভারতেও আগমন করেছিলেন।

সুতরাং সকল নবীগণ শুধু আরবে আগমণ করেছেন এ দাবী করাটা সম্পূর্ণরূপেই অসাড় ও ভুল দাবী ছাড়া কিছু নয়।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …