প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / আহলে হাদীস মতাদর্শীদের হাদীস অস্বিকারকারী হিসেবে কাফির বলা যাবে?

আহলে হাদীস মতাদর্শীদের হাদীস অস্বিকারকারী হিসেবে কাফির বলা যাবে?

প্রশ্ন

From: মুফতী রিজওয়ান রফিকী
বিষয়ঃ অাহলে হাদিস

প্রশ্নঃ
লা-মাযহাবীগণ তো অনেক সহিহ হাদীসকে অস্বীকার করে থাকে।
তাহলে কি কাদের মুসলমান বলা যাবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

হাদীসটি যদি মুতাওয়াতির পর্যায়ের হয়, তাহলে সেই হাদীস অস্বিকারকারী কাফির হবে। আর যদি হাদীসটি সেই পর্যায়ের না হয়, বরং জঈফ বা মতভেদপূর্ণ হয়, তাহলে উক্ত হাদীস অস্বিকার করার কারণে বা আমল ছেড়ে দেবার কারণে  কাউকে কাফির বলা যাবে না।

সুতরাং আহলে হাদীস মতাদর্শীদের আমভাবে কাফির বলার কোন সুযোগ নেই। কারণ, তারা যদি কোন হাদীসকে তাদের মতে দুর্বল বা আমলযোগ্য নয় মনে করে পরিত্যাগ করে, তাহলে তাদেরকে হাদীস অস্বিকারকারী বলা যাবে না। বরং সর্বোচ্চ হাদীস বর্জনকারী, পথভ্রষ্ট, গোনাহগার বলা যায়।

হ্যাঁ, যদি কোন মুতাওয়াতির হাদীসকে তারা অস্বিকার করে, তাহলে তারা কাফির।

কিন্তু কোন আহলে হাদীস মতাদর্শী ব্যক্তিকে শনাক্ত করতে পারলে কেবল তার ক্ষেত্রেই এ কাফির হবার ঘোষণা দেয়া যাবে, নতুবা আমভাবে আহলে হাদীস হলেই তাকে কাফির বলা যাবে না।

وَمَنْ أَنْكَرَ الْمُتَوَاتِرَ فَقَدْ كَفَرَ، وَمَنْ أَنْكَرَ الْمَشْهُورَ يَكْفُرُ عِنْدَ الْبَعْضِ، وَقَالَ عِيسَى بْنُ أَبَانَ: يُضَلَّلُ وَلَا يُكَفَّرُ، وَهُوَ الصَّحِيحُ وَمَنْ أَنْكَرَ خَبَرَ الْوَاحِدِ لَا يَكْفُرُ غَيْرَ أَنَّهُ يَأْثَمُ بِتَرْكِ الْقَبُولِ هَكَذَا فِي الظَّهِيرِيَّةِ. (الفتاوى الهندية، كتاب السير، الباب التاسع فى أحكام المرتدين، موجبات الكفر انواع، قديم-2/265، جديد-2/277، رد المحتار-6/357، 356)

ما يكون كفرا اتفاقا يبطل العمل والنكاح وأولاده زنا وما فيه خلاف يؤمر بالاستغفار والتوبة وتجديد النكاح الخ (الدر المختار، كتاب الجهاد، باب المرتد-6/390

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …