প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমাদের গ্রামের মুরুব্বীগণ খানা খাওয়ার সময় মাথা ঢেকে খানা খেতে বলে। ছেলেদের মাথায় টুপি এবং মেয়েদের মাথায় উড়না দিয়ে খানা খেতে তাগীদ দেয়।
আমার জানার বিষয় হল, এভাবে মাথা ঢেকে খানা খাওয়া কি সুন্নত? দয়া করে জানালে ভাল হতো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
মাথা ঢেকে খানা খাওয়া সুন্নত নয়। জরুরী ও নয়। তাই মাথা খোলা অবস্থায় খানা খেতে কোন সমস্যা নেই।
তবে মাথা খালি রাখা দেখতে অসুন্দর দেখা যায় বলে হয়তো মুরুব্বীগণ বলে থাকেন। তাই এটিকে সর্বোচ্চ আদব বলা যেতে পারে। কিন্তু সুন্নত বা মুস্তাহাব বলার কোন সুযোগ নেই।
ولا بأس بالأكل متكئا، أو مشكوف الرأس فى المختار (رد المحتار، كتاب الحظر والإباحة-9\490)
ولا بأس بالأكل مكشوف الرأس كذا فى الخلاصة (الفتاوى الهندية5\337
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।