প্রচ্ছদ / কাফন-দাফন-জানাযা / দাফনের সময় লাশের সাথে আহাদনামা দেবার হুকুম কী?

দাফনের সময় লাশের সাথে আহাদনামা দেবার হুকুম কী?

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমাদের এলাকায় জানাযার দাফনের সময় একটি বিষয় প্রচলিত। সেটি হল, মৃতকে কবরে রাখার সময় একটি আ’হাদ নামা নামে একটি কাগজ লাশের সাথে দেয়া হয়।  এ বিষয়ে শরীয়তের হুকুম কী ? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো। শুনেছি পূর্ববর্তী বুযুর্গানে দ্বীনেরা নাকি এমনটি করতেন?

উত্তর

بسم الله الرحمن الرحيم

কবরে লাশের সাথে আহাদনামা রাখার শরয়ী কোন ভিত্তি নেই। যদি কোন বুযুর্গানে দ্বীন থেকে তা প্রমাণিত হয়ে থাকে, তবু তা উক্ত বুযুর্গের ব্যক্তিগত আমল হিসেবে সাব্যস্ত হবে। এর সাথে শরীয়তের কোন সম্পর্ক নেই।

এভাবে লাশের সাথে আহাদনামা দেয়া জায়েজ নয়। বরং বিদআতি কাজ। তাই এ থেকে বিরত থাকা জরুরী।

قد افتى ابن صلاح بأنه لا يجوز أ يكتب على الكفن يس والكهف وغيرهما خوفا من صديد الميت…. مما فيه إهانة فالمنع هنا أولى (رد المحتار، كتاب الصلاة، باب الصلاة الجنازة، مطلب فيما يكتب على كفن الميت-3\157

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামিয়া ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …