প্রচ্ছদ / প্রশ্নোত্তর / স্বামীর মৃত্যুর পর তার বাড়িতে কেউ না থাকলে স্ত্রীর জন্য সেখানেই ইদ্দত পালন করা জরুরী?

স্বামীর মৃত্যুর পর তার বাড়িতে কেউ না থাকলে স্ত্রীর জন্য সেখানেই ইদ্দত পালন করা জরুরী?

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমার পিতা ও মাতা গ্রামে থাকতেন। আমি ঢাকা পরিবার নিয়ে থাকি। পিতা মারা যাবার পর মায়ের ইদ্দত কী গ্রামেই পালন করতে হবে? নাকি আমাদের সাথে ঢাকায় আসতে পারবেন? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো?

উত্তর

بسم الله الرحمن الرحيم

মহিলাদের ইদ্দত স্বামীর গৃহেই পালন করা আবশ্যক। তবে যদি মারাত্মক কোন ক্ষতির আশংকা হয়, বা সম্ভ্রমহানীর ভয় থাকে, তাহলে অন্যত্র গিয়েও ইদ্দত পালন করতে পারে। সেই হিসেবে গ্রামে যদি আপনার মায়ের একা থাকা কষ্টকর হয়, তাহলে ঢাকায় এসেও ইদ্দত পালন করতে পারবেন। তবে এক্ষেত্রে ইদ্দত শেষ হবার আগে অন্যত্র বসবাস করতে পারবেন না। একই স্থানে ইদ্দত সমাপ্ত করতে হবে।

لَا تُخْرِجُوهُنَّ مِن بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ  [٦٥:١]

তাদেরকে তাদের গৃহ থেকে বহিস্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। [সূরা তালাক-১]

عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، زَوْجِي طَلَّقَنِي ثَلَاثًا، وَأَخَافُ أَنْ يُقْتَحَمَ عَلَيَّ، قَالَ: «فَأَمَرَهَا، فَتَحَوَّلَتْ»

ফাতিমা বিনত কায়স (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম ইয়া রাসুলাল্লাহ! আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছেন, আমার আশংকা হয় যে, তিনি আমার উপর চড়াও হবেন। তখন তিনি তাকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিলেন এবং তিনি চলে গেলেন। [সহীহ মুসলিম, হাদীস নং-১৪৮২, ইফাবা-৩৫৮৪]

মুসান্নাফে ইবনে আবী শাইবা ১৯১৬৮; বাদায়েউস সানায়ে ৩/৩২৫; আদ্দুররুল মুখতার ৩/৫৩৫; আলমুহীতুল বুরহানী ৫/২৩৭; ফাতাওয়া তাতারখানিয়া ১২/১৪৫; আলমওসূআতুল ফিকহিয়্যাহ কুয়াইতিয়্যাহ ২৯/৩৪৭

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …