প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / “ঐ ছেলের সাথে কথা বললে তুমি তালাক” বলার পর নিষেধ করার জন্য কথা বললেও কী তালাক হবে?

“ঐ ছেলের সাথে কথা বললে তুমি তালাক” বলার পর নিষেধ করার জন্য কথা বললেও কী তালাক হবে?

প্রশ্ন

From: মোঃ মোশাররফ হুসাইন
বিষয়ঃ তালাক সম্পর্কিত

প্রশ্নঃ
একজন স্ত্রী তার স্বামীর অগুচরে একটি ছেলের সাথে ফোনে কথা বলত। স্বামী তা বুঝতে পেরে স্ত্রীকে বলল। তুমি যদি  এ কাজটি আর কর তাহলে বিনা তালাকে তালাক। এক্ষেত্র শরীয়তের হুকুম কি?
তাছাড়া এখন স্ত্রী চচ্ছে ছেলেটিকে ফোনে বলার জন্য যে তুমি আমার সাথে আর কথা বলবে না। ত একাজটি স্ত্রী করতে পারবে কি না? এক্ষেত্র শরিয়তের হুকুম কি? দলীল সহ জানালে উপকৃত হব।

উত্তর

بسم الله الرحمن الرحيم

স্বামীর উপরোক্ত কথা বলার পর স্ত্রী যদি ঐ ছেলের সাথে কোন ধরণের কথা বলে, তাহলে তালাক পতিত হয়ে যাবে।

তাই স্ত্রীর উচিত উক্ত ছেলের সাথে কোন ধরণের কথা না বলা।

কথা বন্ধ করে দিলেই হয়। আবার ফোন করে কেন বলতে হবে যে, আর কথা বলবে না।

বললে তালাক হয়ে যাবে।

ولا أضافه إلى شرط وقع عقيب الشرط مثل أن يقول لإمرأته أن دخلت الدار فأنت طالق (هداية-2/385)

وتنحل اليمين بعد وجود الشرط مطلقا لكن إن وجد فى الملك طلقت (الدر المختار مع رد المحتار-4/609، تبيين الحقائق-3/118)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

যাকাতের নিয়তে গরীবকে খানা খাওয়ালে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু   আমি আহলে হক মিডিয়ার নিয়মিত একজন পাঠক। …