প্রচ্ছদ / প্রশ্নোত্তর / এক স্ত্রী তিন পুত্র ও দুই কন্যার মাঝে সম্পদ কিভাবে বন্টন করবে?

এক স্ত্রী তিন পুত্র ও দুই কন্যার মাঝে সম্পদ কিভাবে বন্টন করবে?

প্রশ্ন

মৃতের সম্পদ থেকে একজন স্ত্রী,তিন পুত্র,আর দুই কন্যার মধ্য ইসলামিক নিয়মে সম্পদের বন্টন কিভাবে হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

মৃতের রেখে যাওয়া সমস্ত সম্পদকে আট ভাগে ভাগ করবে। তারপর আট ভাগের এক ভাগ প্রদান করবে স্ত্রীকে।

তারপর বাকি সম্পদ আট ভাগে ভাগ করবে। এর মাঝে প্রতি পুত্র পাবে দুই ভাগ করে মোট ছয় ভাগ। আর কন্যারা পাবে এক ভাগ করে মোট দুই ভাই।

يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ ۖ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ ۚ [٤:١١]

আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেনঃ একজন পুরুষের অংশ দু?জন নারীর অংশের সমান। [সূরা নিসা-১১]

وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ ۗ [٤:١٢]

স্ত্রীদের জন্যে এক-চতুর্থাংশ হবে ঐ সম্পত্তির, যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোন সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্যে হবে ঐ সম্পত্তির আট ভাগের এক ভাগ, যা তোমরা ছেড়ে যাও ওছিয়্যতের পর, যা তোমরা কর এবং ঋণ পরিশোধের পর। [সূরা নিসা-১২]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …