প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / চার্জ কার্ড  কাকে বলে? এটি ব্যবহারের বিধান কী?

চার্জ কার্ড  কাকে বলে? এটি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন

চার্জ কার্ড  কাকে বলে? এটি ব্যবহারের বিধান কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

কোম্পানী বা ব্যাংকের একাউন্টে টাকা জমা না থাকা সত্বেও সেখান থেকে টাকা ব্যবহারের সুযোগ সম্বলিত কার্ডের নাম “চার্জ কার্ড”।

এ কার্ডের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা থাকে। নির্ধারিত সময়ের মাঝে ব্যবহৃত বা উত্তোলিত টাকা কর্তৃপক্ষকে ফেরত দিলে কোন সুদ দিতে হয় না। কিন্তু নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলে সুদসহ তা পরিশোধ করতে হয়।

যদি সুদ প্রদানের সময়সীমা অতিক্রম করার আগেই উত্তোলিত বা ব্যবহৃত টাকা ফেরত দেয়ার আবশ্যিকতা রক্ষা করা হয়, তাহলে এ কার্ড ব্যবহার করা জায়েজ হবে।

তবে ডেবিট কার্ড গ্রহণের সুযোগ থাকা অবস্থায় এ কার্ড ব্যবহার না করাই উচিত। [ফাতাওয়া উসমানী-৩/৩৫৪]

يجوز اصدار بطاقة الائتمان والحسم الآجل بالشروط الآتية

الا يشترط على حامل البطاقة فوائد ربوية فى حال تأخيره عن سداد المبالغ المستحقة عليه

ان تشترط المؤسسة على حامل البطاقة عدم التعامل بها فيما حرمة الشريعة وانه يحق للمؤسس سحب البطاقة فى تلك الحالة  (فتاوى عثمانى-3/355-356

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

গর্ভবতী স্ত্রীকে তিন তালাক দিলে স্ত্রীকে কিভাবে ফিরিয়ে আনবে?

প্রশ্ন সময় নস্ট করার জন্য দু:খিত প্রশ্নটি হল একজন তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিল দেওয়ার …