প্রচ্ছদ / ঈমান ও আমল / সন্তান জানাযা পড়ালে মৃত পিতার কোন ফায়দা হয়?

সন্তান জানাযা পড়ালে মৃত পিতার কোন ফায়দা হয়?

প্রশ্ন

From: আব্দুল বাতেন
বিষয়ঃ জানাজার নামাজ

প্রশ্নঃ
ছেলে যদি মৃত পিতার জানাজা নামাজের ইমামতি করে তাহলে কি মৃত পিতার কোন ফায়েদা বা লাভ হয়ে থাকে ? আমি বিষয় টা বিস্তারিত ভাবে জানতে চাই।

উত্তর

بسم الله الرحمن الرحيم

সন্তান জানাযার নামায পড়ালে মৃত পিতার কোন ফায়দা হবে মর্মে কোন ফযীলত আসেনি। তবে সন্তানের দুআ কবরে পৌছে মর্মে হাদীসে এসেছে। সেই হিসেবে জানাযাও যেহেতু দুআ। তাই এর দ্বারা মৃত পিতা উপকৃত হন বলা যায়।

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ “

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ মারা যায়, তখন তারা আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমল বন্ধ হয় না। একটি হল, সদকায়ে জারিয়া। দ্বিতীয় হল উপকারী ইলম এবং তৃতীয় হল নেককার সন্তানের দুআ। [সহীহ মুসলিম, হাদীস নং-১৬৩১]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …