প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / ডেবিট কার্ড ব্যবহারের হুকুম কী?

ডেবিট কার্ড ব্যবহারের হুকুম কী?

প্রশ্ন

ডেবিট কার্ড ব্যবহারের হুকুম কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

একাউন্ট থাকা ব্যাংকে জমা টাকা উত্তোলনের জন্য প্রদত্ব কার্ডের নাম ডেবিট কার্ড। এর মাধ্যমে যে টাকা তোলা হয়, বা খরচ করা হয়, তা মূল একাউন্টে জমা টাকা থেকে কর্তন করা হয়।

তাই এটি ঋণ বা সুদের আওতাধীন হয় না।

এটি জারী করতে যে টাকা প্রদান করা হয়, বা বছরে যে টাকা কর্তন করে রাখে কর্তৃপক্ষ সেটি সার্ভিস চার্জ হিসেবে ধর্তব্য হবে।

এ কারণে উক্ত কার্ড জায়েজ কাজে ব্যবহার করা জায়েজ আছে। এর দ্বারা ক্রয় বিক্রয় করা জায়েজ হবে।  [ফাতাওয়া উসমানী-৩/৩৫৪]

يجوز للمؤسسات اصدار بطاقة الحسم الفورى ما دام حاملها يسحب من رصيده ولا يترتب على التعامل بها فائدة ربوية (فتاوى عثمانى-3/355

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …