প্রচ্ছদ / কাফন-দাফন-জানাযা / কোন শর্তে কবর পাকা করা যায় ও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর কী পাকা?

কোন শর্তে কবর পাকা করা যায় ও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর কী পাকা?

প্রশ্ন

From: .Md Zeshan Ahmed Nabin
বিষয়ঃ Kobor paka kora

প্রশ্ন

আমার প্রশ্ন হল, কোন শর্তে কবর পাকা করা জায়েজ আছে কি?

আর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কি পাকা করা?

উত্তর

بسم الله الرحمن الرحيم

কবর পাকা করা জায়েজ নয়। হাদীস এ বিষয়ে পরিস্কার নিষেধাজ্ঞা এসেছে।

عَنْ جَابِرٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ»

জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর চুনা লাগানো, তার উপর বসা, কবরের উপর গৃহনির্মাণ বা পাকা করতে নিষেধ করেছেন। [সহীহ মুসলিম, হাদীস নং-৯৭০]

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর চারিদিক থেকে পাকা করা একথা সত্য। তবে এ পাকা সাহাবায়ে কেরামর রাঃ এর করা নয়। এমনটি করতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং নিষেধ করে গেছেন।

কিন্তু পরবর্তীতে তুর্কী খিলাফত যুগে শত্রুদের থেকে কবরে রক্ষিত নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে সুরক্ষিত রাখার জন্য চারিদিকে পাকা করা হয়েছে।

বর্তমান সৌদী সরকার এটি ভাঙ্গছে না, কারণ এতে ফিতনা হবার আশংকা রয়েছে।

তাই নবীজীর কবর পাকা হওয়াকে দলীল হিসেবে পেশ করাটা কোনভাবেই যৌক্তিক হবে না। কারণ একাজ নবীজীর আদেশেও করা হয় নি, বা সাহাবাগণের কৃত আমলও নয়।

বরং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে যে আদেশ করে গেছেন, সেটাই হবে দলীল। আর নবীজী পরিস্কারভাবে কবর পাকা করতে নিষেধ করে গেছেন।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …