প্রশ্ন
হায়েজা বা নিফাসগ্রস্থ মহিলাদের জন্য সাজগোজ করার হুকুম কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
হায়েজা ও নিফাসগ্রস্থ মহিলাদের জন্য সকল প্রকার সাজগোজ বৈধ, যেসব সাজগোজ অন্য সময়ে বৈধ।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]