প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / স্বামী স্ত্রী উপস্থিত হয়ে তালাকনামায় সাইন করলেই কি তালাক হয়ে যায়?

স্বামী স্ত্রী উপস্থিত হয়ে তালাকনামায় সাইন করলেই কি তালাক হয়ে যায়?

প্রশ্ন

(নাম প্রকাশে অনিচ্ছুক)

(তালাক প্রসঙ্গ)

আসসালামু আলাইকুম

জনাব,

আমার এক বোনের সমস্যা নিয়ে লিখছি,  আমাকে যত দ্রুত সম্ভব জবাব দিয়ে সাহায্য করলে অনেক উপকৃত হব।

তিন বছর আগে আমার এক ছোট বোন (২৬ বছর)  তার পছন্দমত নিজেরাই বিয়ে করে কাজী অফিস এ। দুই জন ই ছাত্র তাই দুই পরিবারের কাওকেই জানায়নি। আমরা কাজিন রা শুধু জানতাম বেপারটা। দুই পরিবারের সবাই ই জানত তাদের সম্পর্ক। কিন্তু বিয়ের পর থেকেই শুনতাম ওদের মনোমালিন্য, ঝগড়া এইসব।  ওকে বোঝাতাম যে লেখাপড়া শেষ হলে পারিবারিক ভাবে বিয়ে করে সংসার শুরু কর সব ঠিক হয়ে যাবে।

কিন্তু গত ৬ দিন আগে আমাদের কাওকে কিছু না জানিয়ে তারা সেই কাজী অফিস এ যেয়েই নাকি তালাক এর কথা বলে,  ওই মুহুরতেই কাজী তালাক নামা রেডি করে দেয়,  এই সম্পর্কিত কিছু ওদের জানায় ও নি,  ২০০০ টাকা নেয়, আর তালাক এর খাতায় ওদের সাইন নেয়।  রাগের বশে তারা সাইন করে দেয়। তারা সেখানে শুধু দুই জন ই ছিল,  তাদের সাথে কোনো সাখখী ও যায়নাই।

কাজী তাদের কাবিননামা ও দেখেনি,  শুধু অদের কথায় এ তালাকনামায় সাইন নেয়। মুখেও তালাক শব্দ উচ্চারণ করায় নি। তিন মাস পর তালাকনামা নিয়ে আসতে বলে দেয়।

এই ঘটনার পর এখন ৩/৪ দিন ধরে আমার বোনের অবস্থা খুব খারাপ,  সে খুব কষ্টেসৃষ্টে পাগল প্রায়,  না পারছে কাওকে বলতে। দুই জনের অবস্থা খুব খারাপ এখন। রাগের মাথায় দুই জন বড় এক্তা ভুল করে ফেলসে, এই মুহুরতে কি করব বুঝতেছি না। তার হয়ে আমি আপনার কাছে সাহায্য চাই।আমাকে এইখানেই মেইল করে আপনার মতামত জানান দয়া করে।

আমার প্রশ্ন হলো :

আমি কি মেয়ের পরিবারে বিষয়টি বলবো?

৯০ দিন তো পার হয়নি, এই তালাক কি বাতিল করা যাবে?

কোনো সাক্ষী ছাড়া কি তালাক হয়?

মুখ এ না বলে শুধু সাইন করলে কি তালাক হবে?

তিন তালাক তো করা হয়নি।  আমি জানি যে তালাকের সময় পার হবার আগেও নাকি দুই জনের সম্মতিতে তা বাতিল করা জায়?

অথবা তাদের পুনরায় বিয়ে দেয়া কি সম্ভব?

দুই জন ই এই ভুল বুঝতে পারসে, এখন খুব কষ্ট পাচ্ছে, এমতাবস্থায় কি করণীয়।

তাদের কে কি কন মাওলানার কাছে নিয়ে তওবা করানো যাবে?

কোন ভুল হলে মার্জনা করবেন,  এই বিষয় গুলো জানিনা দেখে অদের ও সাহায্য করতে পারছিনা,  খুব বিপদে পরে আপনার কাছে মেইল করলাম।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি মুখে তালাক শব্দ উচ্চারণ করা ছাড়া উভয়ে উপস্থিত হয়ে শুধু তালাকনামায় সাইন করে থাকে, তাহলে এর মাধ্যমে তালাক হয়নি। স্বামী স্ত্রী হিসেবে এখনো বাকি আছে।

فى تنوير الابصار: (إيمَاءُ الْأَخْرَسِ وَكِتَابَتُهُ كَالْبَيَانِ) بِاللِّسَانِ (بِخِلَافِ مُعْتَقَلِ اللِّسَانِ) وَقَالَ الشَّافِعِيُّ: هُمَا سَوَاءٌ فِي وَصِيَّةٍ وَنِكَاحٍ وَطَلَاقٍ

وفى رد المحتار: وَظَاهِرُهُ أَنَّ الْمَعْنَوِيَّ مِنْ النَّاطِقِ الْحَاضِرِ غَيْرُ مُعْتَبَرٍ.(رد المحتار، كتاب الخنثى، مسائل شتى-10/460-461)

জরুরী কথা!

তিন তালাকের কম তালাক দিলে ইদ্দত শেষ হবার আগে আবার স্ত্রীকে ফিরিয়ে আনা যায়।

তালাক হবার জন্য স্বাক্ষী থাকা জরুরী নয়।

মনোমালিন্য হলেই তালাক দেবার সিদ্ধান্ত পাগলামী অথবা শিশুসুলভ মানসিকতা বৈ কিছু নয়। তাই এহেন আচরণ থেকে উভয়েই সতর্ক থাকতে হবে।

পরিবারকে না জানিয়ে এভাবে বিয়ে করা ঠিক হয়নি। যদিও বিয়ে শুদ্ধ হয়ে গেছে। বাকি পরিবারকে না জানিয়ে বিয়ে করার দ্বারা সাধারণত সত্যিকার পারিবারিক সুখ পাওয়া যায় না।

তাই আপনাদের উচিত দ্রুত পরিবারের সম্মতিতে বিয়েটিকে সামাজিক স্বীকৃতি প্রদান করা।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *