প্রশ্ন
আমার নাম -খন্দেকার আজিজুর রহমান।ভারত থেকে মেইল করলাম। মেডিক্লেম বিষয়ে আমি শরিয়তের দৃষ্টিভঙ্গি জানতে চাইছি।
শরীয়তের দৃষ্টিতে কি Madiclaim জায়েজ?
আমি সরকারি চাকরি করি। প্রতি বছরে ৩৮০০ টাকা কেটে নেয়। আমাদের উচ্চপদস্ত আধিকারিক এটাকে জোর জবরদস্তি করে করায়। রোয হলে এর পরিবর্তে Cash less treatment করা যায়। একটা Chart আছে। এতে আছে কোন রোগ হলে কত টাকা Cashless পাওয়া যাবে। আপনাদের ইফতা বিভাগে transfer করে ওখান থেকে আমাকে ফাতওয়াটা মেইল এ দিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যেহেতু এটি জবরদস্তিমূলক হয়ে থাকে। সেই সাথে টাকাটি বেতন থেকে সরকারীভাবে কেটে রাখা হয়। তাই উক্ত টাকার মূল মালিকানা ব্যক্তির অর্জিত হয় না।
তাই উক্ত টাকার উপর যে মেডিকেল সুবিধা পরবর্তীতে পাওয়া যাবে, সেটিকে সরকারের পক্ষ থেকে হাদিয়া হিসেবে ধর্তব্য হবে।
সুতরাং উপরোক্ত মেডিক্লেইম গ্রহণ করাতে শরয়ী কোন বিধিনিষেধ নেই। [জাদীদ ফিক্বহী মাসায়েল-৪/১০২-১০৩]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]