প্রশ্ন
From: ফয়সাল হোসাইন
বিষয়ঃ বিদেশে পড়াশোনারত ছাত্র এর যাকাত এর বিধান।
আসসালামু আলাইকুম
আমি বিদেশে পড়াশুনা করতে এসেছি গত বছর। আসার সময় ৮ লক্ষ টাকা এনেছিলাম এখানকার খরচ এর জন্য। আমি এখানে চাকরি ও করি। গত এক বছর এ বিভিন্ন সময় টাকা কমেছে বা বেড়েছে। বর্তমান এ ব্যাঙ্ক এ বাংলাদেশী টাকা ৫ লক্ষ সমপরিমাণ আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার উপর যাকাত এর বিধান কি হবে?
অনুগ্রহ করে উত্তর দিলে কৃতজ্ঞ থাকতাম। জাঝাকাল্লাহু খাইর।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, আপনার উপর যাকাত আবশ্যক। এখন যত টাকা আছে এর উপর হিসেব করে চল্লিশ ভাগের এক ভাগ টাকা যাকাত হিসেবে প্রদান করে দিতে হবে।
وفى رد المحتار- أن الزكاة تجب في النقد كيفما أمسكه للنماء أو للنفقة ، وكذا في البدائع في بحث النماء التقديري .(رد المحتار، كتاب الزكاة، مطلب في زكاة ثمن المبيع وفاء –3/179 زكريا، وفى البحر الرائق-2/206)
৫লাখ টাকার যাকাত আসবে বার হাজার পাঁচশত টাকা।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]